কোভোভ্যাক্স
তিনটি দেশে ৭ কোটি কোভোভ্যাক্স টিকার ডোজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত করোনা ভ্যাকসিন কোভোভ্যাক্সের সাত কোটি ডোজ টিকা রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার।
এনডিটিভি জানিয়েছে, বিদেশে ভ্যাকসিনের ডোজ রপ্তানির ছাড়পত্রের জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ডিসিজিআই কাছে একটি আবেদন জমা দিয়েছে সিরাম ইনস্টিটিউট।
সূত্রটি জানিয়েছে, মূল্যায়নের পর ডিসিজিআই অফিস নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কোভোভ্যাক্সের সাত কোটি ডোজ রপ্তানির অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
এই ভ্যাকসিন এখনও এই দেশগুলোতে অনুমোদিত নয়।
ভারতের কেন্দ্রীয় ওষুধ কর্তৃপক্ষ (সিডিএসসিও) মঙ্গলবার দেশে জরুরি পরিস্থিতিতে সীমিত ব্যবহারের জন্য কোভোভ্যাক্সের অনুমোদন করেছে।
ডিসিজিআই অফিস ১৭ মে কোভোভ্যাক্স তৈরি ও স্টক করার জন্য এসআইআই অনুমতি দিয়েছে৷ ডিসিজিআই অনুমোদনের ভিত্তিতে এখন পর্যন্ত, পুনে-ভিত্তিক সংস্থাটি ভ্যাকসিন ডোজ তৈরি ও মজুদ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ভারতে শিখ মন্দিরের ভেতর একজনকে পিটিয়ে হত্যা
এর আগে ভাইরাল রোগের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত বৈধ জ্যাবগুলির ঝুড়ি প্রসারিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৭ ডিসেম্বর কোভোভ্যাক্সের জন্য একটি জরুরি ব্যবহারের তালিকা জারি করেছিল।
ভারতের জরুরি ব্যবহারের অনুমোদনের আগে সংস্থাটি নভেম্বর মাসে ইন্দোনেশিয়ায় কোভোভ্যাক্সের দুই কোটি ডোজ রপ্তানির অনুমতি দিয়েছিল।
২ বছর আগে