কুড়িল
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
রাজধানীর কুড়িলে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার শাহ আলমের ছেলে মাহমুদুল হাসান (৩০) ও মৌলভীবাজার সদর উপজেলার বাবুল আহমদের ছেলে তানজিম জয় (২৬)।
আরও পড়ুন: চট্টগ্রামে ওয়াগন ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, সকাল ১০টা ২০ মিনিটে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মাহমুদুল ইসলাম মারা যান।
বেসরকারি সংস্থায় কর্মরত মাহমুদুল কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
অপরদিকে, ভোর ৫টা ২৪ মিনিটের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় বলাকা কমিউটার ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হয় তানজিমের।
এ দুই ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
৫ মাস আগে
রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর কুড়িলে পৃথক সময়ে বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-শরিয়তপুর জেলার গোশাইরহাট ঘোশাইর হাট উপজেলার আলালপুর গ্রামের নুরু মোল্লার ছেলে আলামিন মোল্লাহ্ (৩০) ও অজ্ঞাত যুবক (১৮)।
নিহত আলামিনের ভাই ফরহাদ মোল্লা জানান, বৃহস্পতিবার আলামিনের সৌদি যাওয়ার কথা ছিল। রাত ৭ টার দিকে তার ফ্লাইট ছিল। গত মঙ্গলবার ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠে সে। ঘটনার সময় তিনি কুড়িলে রেল লাইনের পাশে মুঠো ফোনে কথা বলছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির সহকারী উপপরিদর্শক এএসআই সানু মাং এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৬টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (১৮) এর মৃত্যু হয়। তার পড়নে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট ও লাল সাদা হুডি।
একই এলাকায় বেলা এগারোটায় বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় আলামিনের মৃত্যু হয়।
এএসআই বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪
২ বছর আগে