মুদি দোকানি
বাগেরহাটে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
বাগেরহাট সদরে এক মুদি দোকানিকে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাগেরহাট সদরের খানজাহান (রহ.) মাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মুদি দোকানি মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) উপজেলার রনবিজয়পুর গ্রামের ইশান উদ্দিনের ছেলে। মাজার এলাকায় তার মুদি দোকান রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
গ্রেপ্তার হুমায়ুন কবির (২৫) বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মহিউদ্দিনের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ রেফাতুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পোনে ১২টার দিকে হুমায়ুন ওই মুদি দোকানে চাল, আটা, মরিচসহ বিভিন্ন পণ্য বাকিতে ক্রয় করতে যান। দোকানি বাকিতে পণ্য বিক্রি করতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা লোহার রড় দিয়ে মল্লিক দোকানি দেলোয়ারের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
আরও পড়ুন: পাবনায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ১
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হুমায়ুনকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
৩ বছর আগে