ডেভন কনওয়ে
কনওয়ের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ২৫৮
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে কিউ ব্যাটসম্যান ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৮৭.৩ ওভারে শেষে ৫ উইকেটে ২৫৮ রানে দিন করেছে স্বাগতিকরা।
শনিবার মাউন্ট মাউঙ্গানুইতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
প্রথম দিন শেষে কনওয়ে ১২২ রানে করে টেস্টে তার দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন বোলার শরিফুল ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ: অতীত ভুলে নতুন শুরুর প্রত্যাশায় মুমিনুল
টেস্টের প্রথম দিনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরিফুলের পারফর্মেন্সকে ছাপিয়ে গেছেন কনওয়ে। প্রথম দিনে দুর্দান্ত বোলিং করলেও উইকেট নিতে ব্যর্থ হন তাসকিন।
এই ম্যাচে প্রথম দিনে ৫৫.৩ ওভার বোলিং করেছেন বাংলাদেশি পেসাররা। এছাড়া স্পিনার মেহেদি হাসান মিরাজ ২৭ ওভার এবং শান্ত ও মুমিনুল একসঙ্গে করেন পাঁচ ওভার।
এই টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার জন্য আগামীকাল ভালো শুরু করতে হবে বাংলাদেশের।
আরও পড়ুন: আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব
২ বছর আগে