মা-মেয়ের
ঘূর্ণিঝড় সিত্রাং: মুন্সীগঞ্জে গাছ চাপায় মা-মেয়ের মৃত্যু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মুন্সীগঞ্জের লৌহজং-এ ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে উপজেলায় কনকসারে এ ঘটনা ঘটে।
গাছচাপায় নিহতরা হলেন-মা আসমা বেগম(২৮) ও মেয়ে সুরাইয়া(৪)।
এছাড়া উপজেলায় বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত ও বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। এতে বিধ্বস্ত হয়েছে অনেক বসতঘর। গাছ পড়ে থাকায় লৌহজং-মাওয়া সড়কে বন্ধ রয়েছে যানচলাচল।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৫
সোমবার রাত থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদুৎ না থাকায় মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস জানান, ঘরে দু’টি কক্ষ ছিল। আব্দুল রাজ্জাক স্ত্রী-কন্যাসহ ঘরের এক কক্ষে ঘুমিয়ে ছিল। রাতে ঝড়ের মধ্যে চাম্বল গাছ ঘরের ওপর পড়লে আসমা বেগম ও তার মেয়ে সুরাইয়া মারা যায়।
এ সময় আব্দুল রাজ্জাকের কোমর ভেঙ্গে যায়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর কক্ষে আব্দুল রাজ্জাকের মাসহ তার আরও এক ছেলে ও এক মেয়ে ঘুমিয়ে ছিল। তারা সুস্থ রয়েছে।
ঝড়ে সড়কে গাছ পড়ে মাওয়া লৌহজং প্রধান সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, লৌহজংয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: নোয়াখালীতে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
ঘূর্ণিঝড় সিত্রাং: দেশে ১৩ জনের মৃত্যু
২ বছর আগে
জামালপুরে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
জামালপুরের মেলান্দহ পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের একটি বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- একই এলাকার মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফুল বেওয়া (৫০) ও তার মেয়ে স্বপ্না বেগম (৩০)।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে কুষ্টিয়ায় নারীকে পিটিয়ে হত্যা
স্থানীয়দের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা বাড়ির ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যার বিষয়টি তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
২ বছর আগে