ইউপি নির্বাচনে সহিংসতা
ইউপি নির্বাচনে সহিংসতা: শৈলকুপায় ছুরিকাঘাতে যুবক নিহত
ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতায় ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জসিম বিশ্বাস (৩৫) ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত মিলন (৩২) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তারা নৌকা প্রতীকের সমর্থক।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন!
নিহতের ভাই মুক্তার হোসেন জানান, তার ভাই জসিম ও মিলন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জসিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন এবং মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, সন্ত্রাসী হামলায় নিহত জসিম ও আহত মিলন তার সমর্থক।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
এ ঘটনায় আনাসর মার্কার চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভাটবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে জসিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আক্রমণকারীকে আটক করেছে পুলিশ।
২ বছর আগে