মোটরসাইকেল দুর্ঘটনা
বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
বরিশালের মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে মুলাদী মীরগঞ্জ সড়কের কাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়ইয়া কাজিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাসেফ আলীর ছেলে ওমান প্রবাসী রাজীব নলী (২৩)।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, প্রবাসীসহ ওই তিনজন মোটরসাইকেলে করে মীরগঞ্জ থেকে বড়ইয়া কাজিরচর যাচ্ছিলেন। পথে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
৩ বছর আগে