বার্লিন
বার্লিনে জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠক
জার্মানির বার্লিনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স এবং দেশটির শীর্ষ কৃষি ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বার্লিনের সিটি কিউবে শুক্রবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে বার্লিনের সিটি কিউবে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের মাটির গুণমান পর্যবেক্ষণে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকাণ্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ) ও কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের কৃষি উন্নত ও আধুনিক হচ্ছে: বার্লিনে কৃষিমন্ত্রী
জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং শিগগির বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি নেবেন বলেও জানান।
জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্সের চেয়ারপারসন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলার, বায়ারক্রপ সায়েন্স ডয়েচল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক পিটার মুয়েলারসহ শীর্ষস্থানীয় জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
১ বছর আগে
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ উন্নতি
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। গত বছর ১২তম অবস্থানে থাকা এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম।
তবে বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা ২০২১ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশের প্রাপ্ত স্কোরের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, সিপিআই ২০২১ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৬ যা আগের তিন বছরেও একই ছিল।
টিআই ১৮০ দেশ নিয়ে এ সূচক তৈরি করেছে।
আরও পড়ুন: দুর্নীতির বিষয়ে ‘নো কম্প্রোমাইজ’: প্রধান বিচারপতি
তালিকা অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্য এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। গতবার ছিল ১৪৬তম।
এ বছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সাথে তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৩তম অবস্থানে সম্মিলিতভাবে রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক ।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের বছরের মতো এবারও দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ রয়ে গেছে। এ ক্ষেত্রে প্রথমে আছে আফগানিস্তান।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষে অবস্থান করছে। এবারও দক্ষিণ সুদান সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে।
আরও পড়ুন: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রাষ্ট্রপতির
২ বছর আগে
এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বার্লিনের সমর্থন চায় ঢাকা
উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির কাছে জিএসপি সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য ও ব্যবসায়িক ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্যও তিনি ইউরোপীয় দেশটির প্রতি আহ্বান জানান।
সোমবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এর সাথে বৈঠককালে এ আহ্বান করেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসময় জার্মানির বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্য প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: এলডিসি থেকে উত্তরণ মসৃণে শিগগিরই জাতীয় কৌশলপত্র প্রণয়ন: প্রধানমন্ত্রী
তিনি বলেন, যেহেতু পরিবেশ বান্ধব সবুজ কারখানা স্থাপন করা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা এখানে অনুসরণ করা হয়েছে, তাই বাংলাদেশে পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকের ন্যায্য মূল্য দিতে জার্মানি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে মন্ত্রী আশা করেন।
এসময় জার্মান উদ্যোক্তাদের বাংলাদেশের ১০০ টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৩ টি হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: এলডিসি পরবর্তী সময়ের জন্য বাংলাদেশের এখনই প্রস্তুতি নেয়া প্রয়োজন: প্যাট্রিসিয়া ড্যানজি
২ বছর আগে