মাহমুদুল হাসান
ডারবান টেস্ট: শেষ বিকেলে হারমারে চুরমার বাংলাদেশের টপ অর্ডার
ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক দলের বাঁহাতি স্পিনার সাইমন হারমারের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে চার উইকেটে ৯৮ রান সংগ্রহ করেছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ৪৪ রানে অপরাজিত আছেন।
স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হওয়ার পর ছয় উইকেট হাতে রেখে ২৬৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
সতর্ক শুরুর পর দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্রুত তিনটি উইকেট হারায় বাংলাদেশ।
বাঁহাতি স্পিনার সাইমন হারমার ২০ ওভারে ৪২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।
প্রথম উইকেটে ২৫ রান করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৯ রানে ফিরে যাওয়ার পর স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেন মাহমুদুল ও নাজমুল হোসেন। এরপর ৮০ থেকে ৯৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
নাজমুল ৩৮, মুমিনুল হক শূন্য রানে এবং মুশফিকুর রহিম মাত্র ৭ রান করেন।
এর আগে খালেদ আহমেদের ৯২ রানে রানে চার উইকেটের কল্যাণে স্বাগতিকদের ৩৬৭ রানে আটকাতে সাহায্য করে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই ছিল বাংলাদেশি পেসারের সেরা বোলিং। আগের সেরাটি ছিল ২০১৭ সালে শুভাশিস রায়ের ১১৮ রানে ৩ উইকেট।
চার উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাকি উইকেট হারিয়ে আরও ১৩৪ রান যোগ করে তারা।
শেষ দুটি জুটিতে দক্ষিণ আফ্রিকা ৬৯ রান যোগ করে যা তাদের ৩৫০ রানের সীমা অতিক্রম করতে সহায়তা করে।
অলরাউন্ডার সাইমন হারমার ৭৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ তিনটি ও এবাদত হোসেন দুটি উইকেট নেন।
পড়ুন: টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
২ বছর আগে
হাতে ৩ সেলাই, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মাহমুদুল হাসান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনে হাতে আঘাত পেয়ে ম্যাচের বাকি সময় এবং দ্বিতীয় টেস্ট খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের।
চতুর্থ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় হাতে চোট পান মাহমুদুল। তার ডান হাতে তিনটি সেলাই লেগেছে।
প্রথম টেস্ট শেষ হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি।
আরও পড়ুন: মাউন্ট মঙ্গানুই টেস্ট: জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তার চোট তৃতীয় এবং চতুর্থ আঙুলের মাঝখানে, এতে তিনটি সেলাই দেয়া হয়েছে। মাহমুদুল এখন সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকবেন। ইতোমধ্যেই তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে।
মাউন্ট মঙ্গানুইতে চলমান টেস্টের প্রথম ইনিংসে মাহমুদুল ৭৮ রান করেন। এটি তার দ্বিতীয় ম্যাচে প্রথম টেস্ট ফিফটি।
ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২১ বছর বয়সী এই ব্যাটারের অভিষেক হয়।
আরও পড়ুন: মাউন্ট মঙ্গানুই টেস্ট: শান্ত-জয়ের অর্ধশতকে কড়া জবাব বাংলাদেশের
২ বছর আগে