মনোজ প্রামাণিক
মুক্তি পাচ্ছে মনোজ প্রামাণিকের ‘একজন তেলাপোকা’
অভিনয়ের জন্য গল্প বাছাইয়ের ক্ষেত্রে অভিনেতা মনোজ প্রামাণিক বরাবরই প্রশংসিত। নতুন বছরটা শুরু করলেন তেমনই একটি কাজ দিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টায় মুক্তি পাবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক গোলাম মুনতাকিম। গল্পে দেখা যাবে আসলাম (মনোজ) একজন রিকশাচালক। দুর্ঘটনায় পড়ে সে তার রুটিরুজির একমাত্র সম্বল তার রিকশা হারায়। উদ্দেশ্যহীনভবে ঘুরতে ঘুরতে একদিন কুড়িয়ে পাওয়া একটি জিনিস তার জীবন পাল্টে দেয়।
মনোজ প্রামাণিক বলেন, ‘এই কাজটা আমার মনের খুব কাছের একটা কাজ। আমাদের প্রোডাকশন হাউজ মনপাচিত্রের এটা প্রথম শ্যুট করা কাজ। গল্পের দিক থেকে এটা বেশ ইউনিক। আশা করছি, দর্শকরা চরকিতে শর্টফিল্মটা বেশ উপভোগ করবে।’
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
প্রথম নির্মাণ নিয়ে পরিচালক মুনতাকিম বলেন, ‘কাজটা করার সময় অনেক ধরনের বাধা-বিপত্তি আসছে। বিশেষ করে আমরা যে লোকেশনে শ্যুট করেছি সেই জায়গাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি কাজটা সততার সঙ্গে করার।’
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাসির উদ্দিন খান, তাসনুভা তিশা, এস এম তুষার, হুমায়রা স্নিগ্ধা, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও মুনসিফ উজ জামান প্রমুখ।
আরও পড়ুন: সায়েন্স ফিকশন সিনেমায় জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া
২ বছর আগে