লরির ধাক্কা
গাজীপুরে লরির ধাক্কায় ইজিবাইকচালক ও যাত্রী নিহত
গাজীপুরের পূবাইলে লরির ধাক্কায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই থানার হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী সাহেদ সাব্বির (২৫) মাজুখান গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
৯ দিন আগে
সীতাকুণ্ডে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুই সহোদর আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ফকিরহাট এলাকার ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান (১৬) বার আউলিয়ার ফুলতলা মলইপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের মৃত বদিউল আলম বাড়ীর নুরুল আলমের ছেলে জাহেদ (২২) ও সজিব।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪
স্থানীয়দের বরাত দিয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মোটরসাইকেলে করে রাতে হোটেলে নাস্তা করতে গেলে পথিমধ্যে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: জয়পুরহাটে মোটরসাইকেল থেকে পড়ে মাদরাসা শিক্ষিক নিহত
ওসি জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১৮১ দিন আগে