স্ত্রীর কারাদণ্ড
নড়াইলে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
নড়াইল সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া একই মামলায় দণ্ডপ্রাপ্তের স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এই রায় দেন।
আরও পড়ুন: নড়াইলে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বামনহাট গ্রামের লিয়াকত মোল্যা (৬৯) ও তারা স্ত্রী সুফিয়া বেগম (৫৮)।
মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইল সদরের এক কিশোরীকে টাকার লোভ দেখিয়ে লিয়াকত মোল্যা ধর্ষণ করলে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। এক পর্যায়ে সে তার মা ও বোনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের অজান্তে কিশোরীর গর্ভপাত ঘটানোর জন্য আসামি লিয়াকত মোল্যা তাকে ওষুধ খাওয়ালে ২০২১ সালে ৪ মার্চ সে অসুস্থ হয়ে পড়ে। এই কাজে লিয়াকতকে তার স্ত্রী সুফিয়া সহযোগিতা করেন।
এ ঘটনায় স্বামী ও স্ত্রীর নামে ২০২১ সালের ৬ মার্চ সদর থানায় মামলা দায়ের হয়।
আরও পড়ুন: কলেজছাত্রী হত্যা মামলায় শ্বশুড় শাশুড়িসহ ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
২ বছর আগে