সংরক্ষিত নারী সদস্য
ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসেবে তৃতীয় লিঙ্গের কাজলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে তালম ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডে কাজলী সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী (বকপাখি) প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এ উপজেলার সগুনা ইউনিয়নে মাত্র আট ভোটে পরাজিত হয়েছেন তৃতীয় লিঙ্গের রনি (তালগাছ)।
কাজলী বলেন, ‘এ ওয়ার্ডের ভোটাররা তৃতীয় লিঙ্গ বিবেচনা করেনি। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ এবং জনসেবায় যথার্থ দায়িত্ব পালন করবো।’
অন্যদিকে পরাজিত প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি বলেন, মাত্র আট ভোটে পরাজিত হয়েছি। ভোটাররা আমাকে যে ভালোবাসা দিয়েছে এতেই খুশি।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: সিরাজগঞ্জে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী রনি ও কাজলী
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ঝিনাইদহের রিতু
২ বছর আগে