বাংলাদেশি মিশন
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মিশনপ্রধানদের বলিষ্ঠ ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রবাসীদের জন্য বিদেশে বাংলাদেশি মিশনের সেবার মান বাড়াতে মিশনপ্রধানদের বলিষ্ঠ ভূমিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় দুর্নীতির প্রতি প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি সম্পর্কে মিশনপ্রধানদের সতর্ক করেন এবং সংশ্লিষ্ট মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সুনাম নষ্ট করতে পারে এমন কোনো ঘটনা এড়াতে তাদের পরামর্শ দেন।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের বিষয়ে আপনারা সবাই জানেন। বিদেশে আমাদের সুনাম নষ্ট করে এমন কিছু, মিশনে আমি চাই না। আমরা এমন কিছু শুনতে চাই না। এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়: সোলাইমান সয়লু
সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমও এ সভায় যোগ দেন।
২ বছর আগে