বরিশালগামী লঞ্চ
চাঁদপুরে বরিশালগামী লঞ্চে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ
চাঁদপুরে বরিশালগামী একটি লঞ্চে শনিবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই কর্মীরা দ্রুত নিভিয়ে ফেলে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বন্দরের কর্মকর্তা কায়সার আলম জানান, এমভি সুরভি-৯ লঞ্চের ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: লঞ্চে আগুন: প্রতিবেদন জমা দিলো তদন্ত কমিটি
লঞ্চ কর্মীরা জানান, শনিবার রাত ১০টার দিকে লঞ্চটি মতলব উত্তরের মোহনপুর এলাকায় পৌঁছালে আগুন লাগে। আগুন লঞ্চের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই তারা নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে চাঁদপুর থেকে নৌ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, মোহনপুর নৌ পুলিশ রাতে যাত্রীদের নিরাপত্তা দিয়েছে।
বিআইডব্লিউটিএ’র চাঁদপুর বন্দরের কর্মকর্তা কায়সার আলম জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে যাত্রীদের আরেকটি লঞ্চে করে বরিশালে পাঠানো হয়েছে। এছাড়া এমভি সুরভি-৯ লঞ্চটি মোহনপুর ঘাটে ডক করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৪৯
এদিকে গত ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় ৩ জানুয়ারি পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।
২ বছর আগে