ওটিটির পর্দা
'আয়নাবাজি' এখন ওটিটির পর্দায়
নির্মাতা অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। ক্যারিয়ারে দীর্ঘদিন অপেক্ষার পর বড়পর্দায় অভিষেক দিয়েই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে খরার সময় ‘আয়নাবাজি’ নতুন এক সম্ভাবনা তৈরি করে। এবার ‘আয়নাবাজি’ দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর পর্দায়।
চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। চঞ্চল চৌধুরী তার অসাধারণ অভিব্যক্তি, বুদ্ধিমত্তা ও বহুমুখী চরিত্রে অভিনয়ের পারদর্শিতাকে অসাধারণভাবে কাজে লাগিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন এই চলচ্চিত্রে। অভিনয় শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও সিনেমাটোগ্রাফি দিয়ে সব দর্শকের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল।'আয়নাবাজি' তার অতুলনীয় সিনেমাটিক অভিজ্ঞতা দিয়ে ৭টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। সিনেমাটি এখন হইচইতে তার এক্সক্লুসিভ স্ট্রিমিং-এর মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছে। এটি ২০১৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত একটি যুগান্তকারী চলচ্চিত্র।
এই চলচ্চিত্রটি তার অনবদ্য গল্প দিয়ে দর্শকদের মনে একটি ঘোর সৃষ্টি করে যা দর্শকদের সিনেম্যাটিক জার্নিতে একটি ভিন্নমাত্রা যোগ করে যা দর্শকরা আগে কখনও দেখেননি। তাছাড়া এর অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং সাউন্ডস্কেপগুলো দর্শকের আবেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ৭টি জাতীয় চলচ্চিত্রের পাশাপাশি ২০১৬ সালে সব স্তরের দর্শকের মন জয় করে নিয়েছিল এই চলচ্চিত্র।
১০ মাস আগে
ভিন্ন লুকে ওটিটির পর্দায় মেহজাবিন
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে বেশ কয়েকদিন থেকে আলোচনায় রয়েছেন এই সময়ের ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এমনই এক খবরে আবারও শিরোনামে এসেছেন তিনি। ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে তার নতুন বছরের যাত্রা শুরু হয়েছে। আর এখানে তাকে ভিন্ন এক লুকে দেখা গেছে।
আরও পড়ুন: করোনামুক্ত হয়ে আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা
সম্প্রতি ‘চরকি’ মেহজাবিনের দুটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে এই তারকার পরনে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাইজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি কারাগারে। বোঝাই যাচ্ছে চরকি’র প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি। এই বছর দর্শকদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি।
আরও পড়ুন: ইউরোপের আরও ৩ দেশে মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’
চরকি’র সঙ্গে এই প্রথম কোন কনটেন্টে কাজ করছেন মেহজাবিন চৌধুরী। তবে অভিনেত্রীর এই লুক কোন কনটেন্টের জন্য তা এখনই প্রকাশ করা হয়নি।
মেহজাবিন বর্তমানে নিয়মিত ব্যস্ততার পাশাপাশি ভালোবাসা দিবসের বিশেষ নাটক নিয়েও ব্যস্ত রয়েছেন। প্রতিবারের মতো এ বছরেও বিশেষ দিনটির একাধিক নাটক ও অন্যান্য আয়োজনে পাওয়া যাবে এই অভিনেত্রীকে।
২ বছর আগে