লঞ্চ
সুরভী-৯ এর যাত্রা বাতিল, লঞ্চের ম্যানেজারসহ স্টাফদের বিরুদ্ধে অভিযোগ
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকা-বরিশাল নৌ রুটের সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া লঞ্চের ম্যানেজার মিজানসহ বাকি স্টাফদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন বন্দর কর্মকর্তা।
যান্ত্রিক ত্রুটি ও ঔদ্ধত্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এই লঞ্চে যান্ত্রিক ত্রুটি এবং সাংবাদিক ও যাত্রীদের উপর হামলার ঘটনাকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে যাত্রা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া থানায় একটি অভিযোগও করেছি। এর আগে দায়িত্বরত সংবাদ কর্মীদের উপর হামলার ঘটনায় লঞ্চটির ম্যানেজার মিজানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুই ক্যামেরাপার্সন।
আরও পড়ুন: চাঁদপুরে বরিশালগামী লঞ্চে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ
বাস-ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে