অভিনেত্রী নিপুণ
বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার আগে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, এনএসআই নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ফ্লাইট বাতিল করা হয়। ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআইয়ের আপত্তির পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৯টার দিকে লন্ডন যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নিপুণকে অফলোড করে ফেরত পাঠায়। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
২ মিনিট আগে
ইন্ডাস্ট্রিকে কর্মমুখর করে গড়ে তুলতে চাই: ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এবার সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলের সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন অভিনেত্রী নিপুণ।
নির্বাচন প্রসঙ্গে জানাতে ৯ জানুয়ারি (রবিবার) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইলিয়াস কাঞ্চন। যেখানে নিপুণসহ নির্বাচনের পদপ্রার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নূতনসহ অনেকে।
সভাপতি পদে নির্বাচন করা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণসহ প্যানেলের অন্যান্যরা আমাকে সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব দেন। তার বললেন, যার সংগঠনটিতে দীর্ঘদিন নেতৃত্বে আছেন তাদের সঙ্গে অন্য সংগঠনগুলোর একটা রেষারেষি ও মনোমালিন্য হচ্ছে। এভাবে তো চলচ্চিত্রের উন্নয়ন হতে পারে না। সব কিছু ভেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জয়ী হলে সবাই এক হয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।’
নির্বাচনের জয়ী হলে শিল্পীদের বেঁচে থাকার জন্য উদ্যোগ নিতে চান ইলিয়াস কাঞ্চন।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
তিনি বলেন, ‘সাহায্য দিয়ে শিল্পী ও ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না। ইন্ডাস্টিকে বাঁচাতে আমাকে কিছু পরিকল্পনা করতে হবে। সবার আগে আমাদের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। কারণ সিনেমা হল নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা দেয়া হচ্ছে। কিন্তু সিনেমা নির্মাণ না বাড়লে তো হল চলবে না। সেক্ষেত্রে সিনেমা বানানো জন্য প্রণোদনা প্রয়োজন। আমি চাই ইন্ডাস্ট্রিকে আবারও কর্মমুখর করে গড়ে তুলতে। সেই চিন্তা নিয়েই আমি এগোচ্ছি।’
সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সরকারের অনেক উদ্যোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে এই এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে সিনেমার উন্নতির জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। নিপুণরা এসে বললেন, উপযুক্ত নেতৃত্বের অভাব রয়েছে। আমাকে তাদের প্রয়োজন। আমিও চাই ভালো কিছুর মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ ১১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর আনুষ্ঠানিক প্যানেল ও ইশতেহার ঘোষণা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: ভিন্ন লুকে ওটিটির পর্দায় মেহজাবিন
২ বছর আগে