আহত যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক ১
মুন্সীগঞ্জের মিরকাদিমে ছুরিকাঘাতে আহত শুভ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) ফয়সাল নামে এক যুবকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতরব আহতাবস্থায় শুভকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
শুভ মুন্সীগঞ্জের মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে।
নিহতের বাবা মুকুল বেপারি বলেন, শনিবার রাতে স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার ছেলে কাপড়ের ব্যবসা করত। কারও সঙ্গে শত্রুতা ছিল না।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ মাস আগে
পাওনা টাকার জন্য নির্যাতনে আহত যুবকের মৃত্যু, নবনির্বাচিত ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
লালমনিরহাটের কালীগঞ্জে পাওনা টাকার জন্য তিনদিন ধরে শারীরিক নির্যাতনে আহত আনোয়ারুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এ ঘটনায় অভিযুক্ত নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হকের বাড়ির পাশে ঝুঁপড়ি ঘর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
মৃত আনোয়ারুল ইসলাম আদিতমারী উপজেলার মদনপুর গ্রামে মজিবরের ছেলে আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন: ধলাই নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ : আহত যুবকের মৃত্যু
গ্রেপ্তরা হলেন- জেলার কালীগঞ্জ ইউনিয়নের চলবলা ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোজাম্মেল হক (৪৬), তার ছোট ভাই মোশারফ হোসেন ভুট্টু (৩০)। এছাড়া ঘটনার সঙ্গে অভিযুক্তের ছেলে সুজনও (২৪) জড়িত রয়েছেন বলে জানা গেছে।
কালীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, আনোয়ারুল ইসলামের কাছে টাকা পাওনা ছিল কালীগঞ্জ উপজেলার চলবলা ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোজাম্মেল হকের। পাওনা টাকা চাইতে আনোয়ারুলের বাড়িতে যান ইউপি সদস্য, তার ভাই ও ছেলে। টাকা না পেয়ে তারা আনোয়ারুলকে ধরে নিয়ে আসে। তিন দিন আটকে রাখে।
এ সময় তাকে উদ্ধার করতে প্রতিবেশী কুদ্দুসের ছেলে রোকনুজ্জামান এগিয়ে গেলে তাকেও আটকে রাখে তারা। আনোয়ারুল চিৎকার-চেঁচামেচি করলে এক পর্যায়ে ইউপি সদস্য মোজাম্মেল হক তার বৃদ্ধাঙ্গুল কেটে দেন।
পরের দিন আনোয়ারুল আত্মীয়-স্বজনরা আটকে রাখার খবর পেয়ে ইউপি সদস্যের বাড়িতে গেলে তাদের ধাওয়া করে বাড়ি থেকে বের করে দেন। পরে উপায় না পেয়ে তারা ৯৯৯ ফোন করেন।
আরও পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু
খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
ওসি জানান, এ ঘটনায় প্রধান আসামি ইউপি সদস্য মোজাম্মেল হক ও তার ভাই মোশারফ হোসেন ভুট্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে