তানভীর তারেক
‘কোলাহলে’ জীবনের গল্প বললেন আফজাল হোসেন
দীর্ঘ তিন ঘণ্টার আলাপচারিতায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ অনুষ্ঠানে জীবনের গল্প বললেন কিংবদন্তী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে তিনি ক্যারিয়ারের দীর্ঘ পথ, নিজের অভিনয় জীবন, জীবনের দর্শন, প্রেম, বিয়ে, গসিপ, বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ হিসেবে নিজের চ্যালেঞ্জসহ সমসাময়িক ফিল্ম ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে কথা বলেছেন।
তবে সেলিব্রিটি টকশোতে খানিকটা ভিন্নতা আনতেই বিভিন্ন বিষয় নিয়ে ১০টি করে প্রশ্ন করেছেন আরও তিন সাংবাদিক। তারা হলেন শ্রাবনী রাখি, অনিন্দ্য মামুন ও অপূর্ণ রুবেল।
অনুষ্ঠান প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সবার ভাবনার জগৎ বা কাজের ধারাতো একরকম না। তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভালো লাগে। তাই, এর আগে তার সঙ্গে যখন আড্ডা দিতে বসেছিলাম, কথা বলে আরাম পেয়েছি। অর্থাৎ আমার বলার আগ্রহের জায়গাগুলোতেও সে ছুঁতে পেরেছে। এই আড্ডাটিও উপভোগ করলাম।’
আরও পড়ুন: আফজাল হোসেনের চলচ্চিত্রে তানভীর তারেক
২ বছর আগে
ইশতিয়াকের কথায় তানভীর তারেকের ‘কী লাভ বলো’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী তানভীর তারেকের কণ্ঠে প্রকাশ পেল নতুন গান। গীতিকার ইশতিয়াক আহমেদের কথায় গানটির শিরোনাম ‘কী লাভ বলো’।
তানভীর তারেকের নিজের সুর ও সঙ্গীতে গানটির ভিডিও সম্প্রতি অবমুক্ত হয়েছে লোকাল ট্রেন ইউটিউব চ্যানেলে। এতে মডেল হিসেবে রয়েছেন পূর্ণিমা বৃষ্টি।
‘কী লাভ বলো’ প্রসঙ্গে ইউএনবিকে তানভীর তারেক বলেন, ‘গান থেকে আমার প্রাপ্তি শ্রোতাদের ভালোবাসা। সেই জায়গা থেকে চেষ্টা থাকে প্রতিটি গান তাদের ভালো লাগার মতো সাজাতে। ইশতিয়াকের কথা আমার নতুন গানটিও তেমনই একটি কাজ।’
সঙ্গীতশিল্পী আরও বলেন, ‘ইশতিয়াকের আহমেদের গান বা ফিকশন নির্মাণ, সবকিছুই আমাকে মুগ্ধ করে। এর আগে একসঙ্গে কাজ করেছি। তবে এবার আশা করি নিয়মিত কাজ হবে।’
অন্যদিকে গানটি প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘এবার প্রথম লোকাল ট্রেনের জন্য তানভীর ভাইয়ের একক গান প্রকাশ হলো। দর্শকদের ভালো রেসপন্স আসছে। নিয়মিত আমাদের বেশ কয়েকটি গান সামনে আসবে। আশা করি সবার জন্য নতুন কিছু নিয়ে আসবে।’
পড়ুন: নতুন ছবি ‘এই মুহূর্তে’: এক সিনেমা, তিন পরিচালক
৫০ প্রেক্ষাগৃহে আসছে বুবলি-আদর জুটির ‘তালাশ’
২ বছর আগে
আফজাল হোসেনের চলচ্চিত্রে তানভীর তারেক
দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন এর চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’ তে সংগীত পরিচালনা করছেন তানভীর তারেক। একই সঙ্গে চলচ্চিত্রের গানে ও দৃশ্যায়নে একজন মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে।এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এটা একেবারেই কাকতালীয় ঘটনা। আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র মানিকের লালকাঁকড়া। তারই দুটি গান নিয়ে প্রথমে কথা হয়। প্রথম একটি গান গল্পের প্রয়োজনে। যা ছবির চিত্রনায়িকার সোহানা সাবা’ লিপে যাবে। অন্যটি পুরো ছবির একটি থিম ট্র্যাক। হাতে অল্প সময় ছিল। তাই প্রাথমিক ভাবে আমরা একটা রাফট্র্যাক তৈরি করে আফজাল ভাইকে পাঠাই। তিনি কিছু কারেকশন দিলে আমি আবারও পাঠাই। গানটি ছিল রবীন্দ্রসঙ্গীত। ‘দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে ’ শিরোনামের গানটি শ্রোতাদর্শকদের কাছে খুব একটা জনশ্রুত নয়। নির্মাতা তার গল্পের প্রয়োজনে এই গানটিই পছন্দ করেন। আফজাল ভাই আমাকে গিটারের ওপরেই গানটি বাঁধতে বলেন। সেভাবেই আমার স্টুডিওতে অণিমাকে দিয়ে গাওয়াই এবং কম্পোজিশন করি।’
আরও পড়ুন: মনোনয়নপত্র পেল কাঞ্চন-নিপুণ প্যানেল
আফজাল হোসেনের চলচ্চিত্রে শুধু গানের কম্পোজিশন নয় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। কারণ আফজাল ভাই আমাকে কিছুই বলেননি। শুধু বললেন আগামীকাল শুটিং। তুমি কি তোমার গিটারটা নিয়ে আসতে পারবে? এখন দেশের কিংবদন্তী একজন নির্মাতার অনুরোধ আমার কাছে আদেশের মতো। আমি রাজী হলাম। বললেন গানটি একটি বৈঠকি ঢঙে অভিনেত্রী গাইবে আর তুমি গিটারে সঙ্গত করবে। তুমি গিটারটা নিয়ে আমাদের ইউনিটে জয়েন করো।'নতুন এই অভিজ্ঞতা প্রসঙ্গে তানভীর তারেক আরও বলেন, আফজাল হোসেনের নির্মানে সঙ্গীত পরিচালক হিসেবে অংশগ্রহণই আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। সেখানে এই বাড়তি সংযোগটুকু নির্মাতা আমাকে দিয়ে করালেন হয়তো ভালোবাসায়। জীবনে হয়ত এটিই প্রথম ও শেষ অভিনয়। তবে আমি অন্তত বলতে পারবো। একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম সেটিও আফজাল হোসেনের নির্দেশনায়। ছবিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি। ছবির আরও কিছু কাজ ঢাকাসহ বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে।
আরও পড়ুন: মা হচ্ছেন পরীমণি
ভিন্ন লুকে ওটিটির পর্দায় মেহজাবিন
২ বছর আগে