রাজমিস্ত্রি
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্যা নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহাবুর শেখ নামে আরেক রাজমিস্ত্রি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলী শেখের ছেলে এবং আহত মাহাবুর শেখ পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু ও মাহাবুর পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে নজির ফকিরের বাড়িতে কাজ করার সময় বাচ্চুর হাতে থাকা রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আহত মাহাবুরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
৮ মাস আগে
পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় বাড়ি থেকে নিখোঁজ মো. আজাদ নামের এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দাপুনিয়ান ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে লাশঠি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ইঞ্জিনিয়ার নিহত
নিহত রাজমিস্ত্রি মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিম ছেলে।
তার বাবা জানান, আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম জানান, গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এবিষয়ে থানায় জিডিও করা আছে। আজকে দুপুরে আজাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এবিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
আরও পড়ুন: চিনির কিছু স্বাস্থ্যকর প্রাকৃতিক বিকল্প
পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় ১০টি মোবাইল অ্যাপস
৯ মাস আগে
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসা থেকে রাজ্জাক নামে এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার পাগলার নুরবাগস্থ জয়নাল আবেদীনের মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুল খাঁর ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার
নিহতের পুত্র আকাশ বলেন, পাঁচ মাস আগে আমার মা মারা গেছেন। ফলে বাবা আর আমি বাসায় থাকতাম। বাবা এক সময় রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে বাসাতেই থাকতেন। আমি ঢাকার নবাবপুরে একটি দোকানে কাজ করি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমি দোকান থেকে ফিরে দেখি ঘর তালাবদ্ধ। বাবা ঘরে নেই মনে করে খালার বাসায় গিয়ে রাতের খাবার খাই। সাড়ে ১২টার দিকে আবার ফিরে এসে তালাবদ্ধ দেখে এক বন্ধুর বাসায় গিয়ে রাতযাপন করি।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পাই। পরে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় বাবার লাশ পড়ে আছে। মাথায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করছি- বাবাকে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়েছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন: রানীরবন্দরে কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে নদী থেকে মা ও দুই ছেলে হাত বাঁধা লাশ উদ্ধার
১ বছর আগে
কেরানীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভবনে কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জ থানাধীন রিভারভিউ আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় কাজের সময় সাজু আহমেদ (২৪) বিদ্যুৎপৃষ্ট।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানায়, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে শনিবার রাত ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।ি
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু
১ বছর আগে
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো রাজমিস্ত্রি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগলকে বাঁচাতে গিয়ে কমিউটার ট্রেনে কাটা পড়ে এক রাজমিস্ত্রি মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন নাচোলের কসবা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের দুরুল হকের ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কসবা ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনটি শনিবার বিকাল সোয়া ৫টার দিকে গোলাবাড়ি বাজার সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় স্বাধীন তার ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া।
আমনুরা জংশন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২ বছর আগে
ঢাবি অধ্যাপক হত্যা: রাজমিস্ত্রি আনারুল তিন দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষিকা অধ্যাপক সাইদা গফফারকে হত্যায় গ্রেপ্তার হওয়া রাজমিস্ত্রি আনারুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মেহেদী পাভেল সুইট এ আদেশ দেন। অন্যদিকে, গতরাতেই অধ্যাপকের লাশ দাফন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, হত্যার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেপ্তার হওয়া আনারুলকে শনিবার গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে চালান করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এবং হত্যার প্রকৃত কি উদ্দেশ্য ছিল, এসব তথ্য বের করার জন্যই তাকে রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: বাসার পাশেই মিলল ঢাবির সাবেক অধ্যাপকের লাশ
নিহত অধ্যাপকের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানী ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ আদায় করা হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের লাশ গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার পাশের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে শুক্রবার উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। এর আগে দু’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। লাশ উদ্ধারের পর নিহতের ছেলে সাউদ ইফখার বিন জহির গ্রেপ্তার হওয়া রাজমিস্ত্রি আনারুল ইসলামসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: ঢাবিতে হামলার প্রতিবাদে কাওয়ালি অনুষ্ঠান
এবার ঢাবির গণযোগাযোগের ১২ শিক্ষার্থী পেলেন ‘সিতারা পারভীন’ পুরস্কার
২ বছর আগে