জ্ঞানভিত্তিক
জ্ঞানভিত্তিক সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তোলাই সরকারে লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৬ জানুয়ারি) নবনির্মিত রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে আমরা আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক একটি জাতি গড়তে চাই।’
ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।
তিনি বলেন, সরকারের বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপের কারণে গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আরও এগিয়ে যেতে হবে, আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। দেশে আর কখনও 'মঙ্গা' এবং দুর্ভিক্ষ যেন দেখা না দেয়।’
তিনি বলেন, ‘গ্রামীণ জনগণ গ্রামে বসবাস করলেও শহরের সব সুযোগ-সুবিধা পাবে। গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মানুষকে আর রাজধানীতে ছুটতে হবে না।’
তিনি উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, স্থানীয় চাহিদা মেটাতে এবং রপ্তানি বাড়াতে শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতে গবেষণা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর
২ বছর আগে