শকুন উদ্ধার
ভোলায় আরও একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার
ভোলা সদর থেকে একটি শকুন উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা ইলিশা ইউনিয়নের গুপ্তেরমুন্সি এলাকা থেকে শকুনটি উদ্ধার করে বন বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শকুনটিকে বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। শকুনটি প্রায় সংকটাপন্ন হিমালয়ী গৃধিনী প্রজাতির। এ শকুন হিমালয় ও পাহাড়ি অঞ্চলে থাকে। এ নিয়ে গত এক সপ্তাহে ভোলা থেকে দুটি শকুন উদ্ধার করা হলো।
আরও পড়ুন: গাইবান্ধায় বিরল প্রজাতির ৫ শকুন উদ্ধার
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শকুনটি উড়তে উড়তে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মাঝিবাড়ি সংলগ্ন পশ্চিমের বিলে পড়ে যায়। এ সময় স্থানীয় কৃষক সেলিম সিকদার অসুস্থ শকুনটিকে তুলাতলি বাজারে নিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগের একটি দল সেখান থেকে শকুনটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভোলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পশু হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসার পাশাপাশি খাবার দিয়ে সুস্থ করে শকুনটিকে বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: মতলবে খাঁচায় বন্দি মেছো বাঘ, জনমনে আতঙ্ক
বন বিভাগ জানান, শকুনটির ওজন ৬-৭ কেজি। ডানার দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট করে। শকুনটি প্রাপ্ত বয়স্ক। এর আগে গত ১০ জানুয়ারি ভোলার লালমোহন উপজেলা থেকে একই প্রজাতির আরও একটি শকুন উদ্ধার করা হয়েছিল।
২ বছর আগে