৯৯৯-এ কলে
ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে, ৯৯৯-এ কলে উদ্ধার
তিনি আত্মহত্যা করতে ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে বসে আছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের এমন ফোন পেয়ে হাতিবান্ধা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে।
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া আমঝোল এলাকা রবিবার বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
রবিবার একজন কলার জেলার হাতিবান্ধার দইখাওয়া আমঝোল ৮নং ওয়ার্ড থেকে ফোন করে জানান, তিনি নবনির্বাচিত ইউপি মেম্বার। তাদের ওখানে এক ব্যক্তি ফাঁসির রশি নিয়ে গাছের ডালে বসে আছে। তারা অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি কিছুতেই তাদের কথা শুনছিলেন না, বরং হুমকি দিচ্ছিল কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে তবে তিনি লাফ দেবেন।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার
৯৯৯ কলটেকার কনস্টেবল প্রজ্ঞান দাস কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল প্রজ্ঞান তাৎক্ষণিকভাবে হাতিবান্ধা থানায় ও হাতিবান্ধা ফায়ার সার্ভিসে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান।
পরে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার নূর আহমেদ সিদ্দিক ৯৯৯ কে ফোনে জানান, তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে রশি নিয়ে বসে থাকা ব্যক্তিটিকে (৪০) বুঝিয়ে গাছ থেকে তাকে নামিয়ে নিয়ে আসেন এবং পরে ব্যক্তিটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিভিন্ন পারিবারিক সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৫ মৎস্যজীবী উদ্ধার
২ বছর আগে