এটিএম কার্ড ক্লোনিং
ভারত থেকে পালিয়ে আসা এটিএম কার্ড ক্লোনিং চক্রের মূল হোতা গ্রেপ্তার
ঢাকা, ১৯ জানুয়ারি (ইউএনবি)- এটিএম কার্ড ক্লোনিং করে টাকা উত্তোলনকারী একটি আন্তর্জাতিক চক্রের মূল হোতা হাকান জানবুরকানসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাকান ভারতীয় পুলিশের হেফাজত থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অন্যজন হলেন হাকানের সহযোগী মো. মফিউল ইসলাম। তাদের কাছ থেকে ১৫টি ক্লোন কার্ড, পাঁচটি মোবাইল ফোন সেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপির সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া হাকান তুরস্কের নাগরিক। আন্তর্জাতিক এটিএম কার্ড ক্লোনিং কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড তিনি।
তিনি বলেন, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভিয়েতনাম, যুক্তরাজ্য, কানাডা, বলিভিয়া, স্পেন, ফিনল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, তুরস্ক, সৌদি আরব, অস্ট্রিয়া, জার্মানিসহ ৪০টি দেশের বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের বিভিন্ন বুথ থেকে কমপক্ষে ৮৪ বার টাকা তোলার চেষ্টা করছেন তিনি।
আরও পড়ুন: সিলেটে এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুট
সিটিটিসি ইউনিট প্রধান বলেন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড হ্যাকারদের হ্যাকিং প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে অ্যান্টি-স্ক্যামিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই এটি ধরা পড়ে।
সিটিটিসির শীর্ষ কর্মকর্তা জানান, ২০১৯ সালে ভারতের আসাম রাজ্যের পল্টনবাজার থানায় একটি এটিএম কেলেঙ্কারির মামলায় হাকানকে আরেক তুর্কি নাগরিক ও দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার করা হয়েছিল। এই সময় তারা প্রায় ৫০ কোটি টাকা আত্মসাত করে ভারতের বিভিন্ন এটিএম বুথে ১০ লাখ ক্লোনিং কার্ড ব্যবহার করে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় জিবিপি হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় হাকান পুলিশের হেফাজত থেকে পালাতে সক্ষম হয়। এরপর তিনি প্রায় ২০ মাস পালিয়ে ছিলেন।
পরে এক ভারতীয় ব্যক্তির সহায়তায় দুই লাখ টাকা দিয়ে সিকিম হয়ে নেপালে পৌঁছান। সেখান থেকে ভ্রমণের কাগজপত্র সংগ্রহ করে নিজ দেশে ফিরে যান। এর আগেও তিনি কয়েকবার বাংলাদেশ সফর করেছেন। হাকান শেষবার বাংলাদেশে ফিরে আসেন গত ৩১ ডিসেম্বর। তিনি রাজধানীর দ্য ক্যাপিটাল হোটেলে উঠেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় মামলা
২ বছর আগে