রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
‘স্থানীয় ও পুলিশের হামলার’ প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে ‘স্থানীয় ও পুলিশের হামলার’ প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেছে এবং ভবনে তালা ঝুলিয়েছে।
তারা ন্যায়বিচারের দাবিতে ছয় দফা দাবি নিয়ে স্লোগানও দিতে থাকে। তাদের দাবিগুলো হচ্ছে- রাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের ও পুলিশের হামলার বিচার করা, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সকল শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসে থাকার ব্যবস্থা নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
আরও পড়ুন: বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত
পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র আমানুল্লাহ খান বলেন, ‘পুলিশ এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল, বরং তারা আমাদের দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপ করে। তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে স্থানীয় দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা চালায়। দাবি মানা না হলে আন্দোলন চলবে।’
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এ রিপোর্ট লেখার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় বৈঠক এখনও শুরু হয়নি।
আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যু: পাল্টা অভিযোগ রাবি প্রশাসনের
১ বছর আগে
বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান।
আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ক্যাম্পাসের অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ। বাসের সিট নিয়ে চালক শরিফুল ও তার সহকারী রিপনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় পৌঁছালে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যা শেষ পর্যন্ত সংঘর্ষে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা বিনোদপুর গেটে বেশ কয়েকটি দোকান ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যু: পাল্টা অভিযোগ রাবি প্রশাসনের
১ বছর আগে
রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে আবাসিক হল
সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশের পর শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: দাবি আদায়ে সময় বেঁধে দিয়ে রাবির আন্দোলন স্থগিত
তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে। এছাড়া ক্যাম্পাসে সব জরুরি পরিষেবা-বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা যথারীতি চালু থাকবে।
অধ্যাপক পাণ্ডে বলেন, যে কোনো বিভাগ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের করোনার স্বাস্থ্যবিধি মেনে তাদের নিজ নিজ হলে থাকার এবং সকল জনসমাগম এড়াতে পরামর্শ দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সেমিনার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
২ বছর আগে