চাচা খুন
ফেনীতে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন!
ফেনীর দাগনভূঞায় পারিবারিক কলহের জেরে দুই ভাতিজার ইটের আঘাতে চাচা নুরুল আফসার (৪৫) খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার জায়লস্কলর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
হত্যার অভিযোগে নিহতের ভাই শফিকুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম, তার ছেলে জাহেদ ও জনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নুরুল আফসার ওই এলাকার আফছার আব্দুল বারিকের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে সহোদর ‘খুন’
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ঘর ঝাড়ু দেয়া আবর্জনা পথে ফেলার ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগমের সঙ্গে নিহত আফছারের স্ত্রীর ঝগড়া শুরু হয়। এরপর নারীদের এই ঝগড়ায় বাড়ির পুরুষ সদস্যরাও যুক্ত হয়। এ সময় তাদের চাচা নুরুল আফছার ঝগড়া থামাতে এগিয়ে গেলে দুই ভাতিজা জনি ও জাহিদ আরও ক্ষিপ্ত হন। তারা চাচার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তারা চাচা নুরুল আফছারকে এলোপাথাড়ি কিল,ঘুসি ও ইট দিয়ে বুকে আঘাত করেন। এসময় নিহত নুরুল আফসার মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
এবিষয়ে জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, চাচা নুরুল আফছারের সঙ্গে আগে থেকেই ভাতিজা জনি ও জাহিদের বিরোধ ছিল। সে কারণে তারা আগে থেকেই চাচার ওপর ক্ষিপ্ত ছিল।
আরও পড়ুন: সুপারি চুরির ঘটনায় লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ দেব জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এছাড়া নিহতের ভাই শফিকুর রহমানকেও মামলার আসামি করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ বছর আগে