শবনম বুবলি
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
১ বছর আগে
ঈদে আসছে শাকিব-বুবলি জুটির ‘লিডার: আমিই বাংলাদেশ’
মামলা সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরেই ভিন্ন আলোচনায় রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এরমধ্যে তার প্রতিক্ষীত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার মুক্তির ঘোষণা এলো।
শাকিব খান নিজেই তার ফেসবুক পেজে সিনেমাটি এক পোস্টার ভক্তদের সঙ্গে শেয়ার করে এই খবর জানান।জানা যায় আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে এই সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি।
২০২২ সালে ‘লিডার: আমিই বাংলাদেশ’ আনকাট ছাড়পত্র পেয়েছে।সিনেমাটি প্রসঙ্গে পরিচালক তপু খান ইউএনবিকে বলেন, ‘শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ যেমন আনন্দের, তেমনি ভয় কাজ করে। কারণ তার ভক্তদের সবসময় বড় প্রত্যাশা থাকে তাকে ঘিরে, সেই চ্যালেঞ্জটা পরিচালক হিসেবে নিতে হয়েছে। তবে আমার বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ এর কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রতসহ অনেকে।
ছবিটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে টিওটি ফিল্মস।
আরও পড়ুন: শাকিব খান ডিবিতে, ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে দিলেন লিখিত অভিযোগ
শাকিব খানের ‘জান্নাত’-এ দুর্বৃত্তদের হানা
১ বছর আগে
শিল্পীদের স্বার্থে যা কিছু ভালো তা নিয়েই আমরা এগোচ্ছি: সাইমন সাদিক
ঢাকাই সিনেমার বিভিন্ন সংকটের মধ্যেও যে কজন চিত্রনায়ক হাল ধরেছেন, তাদের একজন সাইমন সাদিক। সারাবছর একাধিক সিনেমার শুটিং নিয়ে যেমন চলে তার ব্যস্ততা, তেমনি শিল্পী সমিতির হয়ে বিভিন্ন কার্যক্রমে তার প্রয়াস প্রশংসনীয়। সংগঠনটির এবারের নির্বাচনে ‘সহ-সাধারণ সম্পাদক’ পদে জয় সেটি আবারও প্রমাণ করে।
শিল্পী সমিতি নিয়ে সাইমন সাদিক বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিপুণ আপু পালন করছেন। শিল্পীদের স্বার্থে যা কিছু ভালো হয় সেগুলো নিয়েই আমরা এগোচ্ছি। এই সংগঠনের সঙ্গে জড়ানোর অন্যতম কারণ সবার যেন পাশে থাকতে পারি, এক হয়ে শিল্পীদের জন্য কিছু করতে পারি। সেই চেষ্টা সবসময় ছিল, এখনও আছে।’
শিল্পী সমিতির নানা জটিলতা শেষে আবারও শুটিং নিয়ে ব্যস্ত সাইমন। সম্প্রতি শেষ করলেন ‘মায়া’র কাজ।এতে তার বিপরীতে রয়েছে শবনম বুবলি।
আরও পড়ুন: আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
‘মায়া’ প্রসঙ্গে সাইমন ইউএনবিকে বলেন, ‘আসলে কাজটির প্রস্তাব যখন পাই, তখন আগ্রহ তৈরি হয়েছিল বলেই কাজটি করা। তাই গল্পের পছন্দের বিষয়টি তো রয়েছেই। এছাড়া মাল্টি কাস্টিং-এর একটি সিনেমা। যেটি সবসময় বাজেটের কারণে নির্মাণ হয় না। সেই জায়গা থেকে নতুন একটি চ্যালেঞ্জ। পর্দায় এখন দর্শক গল্পের ভিন্নতা দেখতে বেশি আগ্রহী, সেই জায়গা থেকে নিরাশ হবেন না আশা করি।’
সাইমনের পরবর্তী ব্যস্ততা ‘হাহাকার’ সিনেমার শুটিং নিয়ে।সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘মানিক ভাইয়ের সিনেমা আমার ক্যারিয়ারের অন্যতম অংশ। যার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এছাড়া সে আমাকে বোঝেন। এতে কাজটাও সহজ হয়ে যায়।’
একদিকে সাইমনের হাতে যেমন রয়েছে অনেক সিনেমার কাজ। অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকার সিনেমার সংখ্যাও কম নয়। সেগুলো হলো ‘আনন্দ অশ্রু’, ‘নদীর বুকে চাঁদ’,‘নরসুন্দরী’, ‘গ্যাংস্টার’, ‘বাহাদুরী’, ‘দ্বায়মুক্তি’ ও ‘লাইভ’।
আরও পড়ুন: ওয়েব দুনিয়ায় আফসানা মিমির অভিষেক
২ বছর আগে
মুক্তি পেল আদর-বুবলির ‘মায়া মাখা’
রোমান্টিক থ্রিলার গল্প ‘তালাশ’ এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। শুক্রবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত এ সিনেমার প্রথম গান ‘মায়া মাখা’।
গানটি লিখেছেন দর্শকপ্রিয় গীতিকার রণক ইকরাম। এতে কণ্ঠ দিয়েছেন এ আর রাব্বি। সঙ্গীতায়োজন করেছেন দিন ইসলাম শারুক।
গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আদর আজাদ। তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো সিনেমায় অভিনয় করেছি তার মধ্যে এটিই আমার চলচ্চিত্রের প্রথম গান যেটা মুক্তি পেয়েছে। তাই ভালোলাগাটা একটু বেশিই। শ্রুতিমধুর গানের কথার সঙ্গে মিল রেখে নান্দনিক একটি ভিডিও বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন নির্মাতা। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, ‘মায়া মাখা’ গানটি দর্শকদের নিরাশ করবে না। সবার পছন্দ হবে।’
আরও পড়ুন: সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের প্রশংসা লিওনার্দো ডিক্যাপ্রিও’র
বুবলি বলেন, ‘এই সিনেমায় যতগুলো গান আছে সবগুলো গানই দর্শকদের পছন্দ হবে। তার মধ্যে অন্যতম একটি গান ‘মায়া মাখা’। এটি আমাদের পুরো টিমের পছন্দের একটি গান। নির্মাতাসহ আমরা মিউজিকের ব্যাপারে বেশ নজর দিয়েছি। বিশেষ করে এই গানটি মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসা পাচ্ছি। মিষ্টি প্রেমের গানটি আশা নয়, বিশ্বাস করি সবার ভালো লাগবে।’
এর আগে ৫ জানুয়ারি (বুধবার) প্রকাশ পায় সিনেমাটির ফার্স্টলুক। এটি অন্তর্জালে প্রকাশ পাওয়ার পর বেশ প্রশংসিত হয়। ‘তালাশ’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। শিগগিরই দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসিতে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয় দৃশ্যধারণের ।এ সিনেমায় পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন: চিত্রনায়িকা শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী: পুলিশ
২ বছর আগে