পরীক্ষা কেন্দ্র
বোনকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো না ভাইয়ের
খুলনায় মোটরসাইকেলে বোনকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় মান্নান মন্ডল নামে এক যুবক নিহত হয়েছেন।
আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার বোন ইতি রাণী।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় নারীসহ নিহত ৩
মান্নান মন্ডল নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং খুলনার একটি এনজিওতে ম্যানেজার পদে চাকরি করতেন।
নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মান্নান মন্ডল মোটরসাইকেল করে বোন ইতিকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় মান্নানের মৃত্যূ হয়।
অপরদিকে বোন ইতি রাণী সামান্য আহত হন। আর ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ইতি রানী।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি ও চালক-সহযোগীকে আটক করতে পুলিশের টিম কাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে মান্নান মন্ডলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মান্নান মন্ডলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
কুমিল্লায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু
৯ মাস আগে
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
বিনা নোটিশে সরকারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে এই প্রতিবাদ জানায়।
সকাল ৯ টার দিকে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে এবং প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। রাজধানীর ব্যস্ত এলাকায় শিক্ষার্থীদের এই সড়ক অবরোধে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
আরও পড়ুন: যুবলীগ নেতা অপহৃত: খাগড়াছড়িতে সড়ক অবরোধ
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ইউএনবিকে বলেন, তাদের পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে জানানো হয়নি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরই তারা বিষয়টি জানতে পেরেছেন।
সকাল ১১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করতে যান। পরে তারা নিয়ন্ত্রকের অনুরোধে ইডেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যান।
আরও পড়ুন: চাঁদাবাজির প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সরকারি বাংলা কলেজের ছাত্রী রাবেয়া বলেন, হঠাৎ করে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে ব্যস্ত নীলক্ষেত মোড় অবরোধ করেছিলাম।
এর আগে শুক্রবার দেশে করোনার বিস্তার রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার।
২ বছর আগে