মাছ পাহারা
মাছ পাহারা দিতে গিয়ে বাওড়ে নৌকাডুবিতে পাহারাদারের মৃত্যু
মাছ পাহারা দিতে গিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে বাওড় পাহারাদারের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার বেনীপুর বাওড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাদল গোলদার (৩৫) উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে।
আরও পড়ুন: পাবনায় বিষাক্ত দেশীয় মদ পান করে ৩ বন্ধুর মৃত্যু
স্থানীয়দের বরাতে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা জানান, বাদল গোলদার গত বছর শেষের দিকে বেনীপুর বাওড়ের রাত্রীকালীন পাহারাদার হিসেবে চাকরি নেন। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যার দিকে তিনি বাওড় পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে অন্যান্য পাহারাদারদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বাওড়ের চারপাশে ঘুরে রাত্রীকালীন টহল দিতে থাকেন। এসময় হঠাৎ করেই নৌকাটি পানিতে ডুবে যায়। অন্যান্য পাহারাদাররা সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নৌকার সঙ্গে বাদলও পানিতে তালিয়ে যান। পরে তার সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। প্রায় ২ ঘণ্টা পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, বাওড় পাহারা দেয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল নামে এক পাহারাদারের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
২ বছর আগে