জাবি ছাত্রী
ঢাকার পূর্বাচলে ট্রাকের ধাক্কায় আহত জাবি ছাত্রীর মৃত্যু
ছোট বোনের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিহত ফাবিহা সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রনি হোসেন জানান, ফাবিহাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় এবং দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার নগরীর পূর্বাচল এলাকায় ছোট বোনের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন ফাবিহা। পরে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: বগুড়ায় ছেলের লাশ দেখে বাবার মৃত্যু
রাজধানীতে ‘অতিরিক্ত মদপানে’ তরুণীর মৃত্যু
১ বছর আগে
জাবি ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য: ক্ষমা চাইলেন শাবিপ্রবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
সোমবার দুপুর ১২ টায় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে মোবাইল ফোনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।
আরও পড়ুন: শাবিপ্রবি: আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনা, অচলাবস্থা কাটেনি
জাবির জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বক্তব্য সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাবির শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাবির শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই মনে কষ্ট পেয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, জাবির উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দেবেন।
আরও পড়ুন: ঢাকায় নয়, আলোচনা হবে সিলেটে: শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা
২ বছর আগে