শাহ সিমেন্ট
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর কাকরাইল এলাকায় সোমবার রাতে কাভার্ড ভ্যান চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত আব্দুল করিমের ছেলে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, মোটরসাইকেলে করে কাকরাইল এলাকা পার হওয়ার সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান শহিদুলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
২ বছর আগে
রমনায় শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় শাহ সিমেন্টের মিকচার মেশিন যুক্ত একটি ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ভ্যান চালক। সোমবার ভোর ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যান চালক হলেন নূর আলম (৪০) এবং আহত ব্যক্তি হলেন তুহিন (৩৬) ।
আহত তুহিনের ভাই মো. শামিম জানান, নূর আলম ও তুহিন দু'জন দুটি ভ্যানে প্রায় সাড়ে ছয় হাজার করে ডিম নিয়ে কারওয়ান বাজার থেকে জিনজিরা যাচ্ছিল। পথে রমনা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় পেছন থেকে শাহ সিমেন্টের (মিকচার মেশিন যুক্ত) একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক ) নিয়ে গেলে চিকিৎসক নূরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত তুহিন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
২ বছর আগে