অটোরিকশার
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কিশোরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের ছয়সূতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- ভৈরব উপজেলার চান্দেরচর গ্রামের দিদার বক্সের ছেলে মতিয়ার রহমান (৬০), কুলিয়ারচর উপজেলার পূর্ব লালপুর গ্রামের আমের চানের ছেলে এন ইসলাম (৬৫) এবং ভৈরবের জামালপুর গ্রামের বাসিন্দা কালা মিয়া (৪০)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
আহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থেকে তিনজন যাত্রীসহ একটি অটোরিকশা ভৈরব যাওয়ার পথে ছয়সূতী এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটিকে পেছনে থাকা একটি বাস ধাক্কা দেয়।
ফলে অটোরিকশায় থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। আহত অন্যজন ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নানীর কোলে নাতনীর মৃত্যু!
২ বছর আগে
চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত
চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটো রিকশার ধাক্কায় নারী নিহত হয়েছেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররা এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির শাহ আলমের স্ত্রী ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, সোমবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাস্তা পারাপারের সময় ওই নারীকে সিএনজি চালিত অটোরিকশা চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ওসি জানান, খবর পেয়ে হাজীগঞ্জ থানারি উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে