শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
গাজীপুর সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু, বৈঠকে বিশেষজ্ঞ টিম
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ২২ দিনের ব্যবধানে নয় জেব্রার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সাফারি পার্কে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞ দল।
এ বিষয়ে সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণসহ নানা কারণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে। তবে এ বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে পার্কে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞ দল। বৈঠক শেষ হলে এ ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: জেব্রা দম্পতির ঘরে এলো ‘চমক’
তিনি জানান, জেব্রারা দল বেঁধে চলে। মৃত্যুর আগ থেকে এদের মধ্যে কোন রোগের উপসর্গ দেখা যাচ্ছে না। হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট এবং পেট ফুলে গিয়ে মুখ দিয়ে ফেনা বেরুতে থাকে। একসময় মারা যাচ্ছে। করোনা সন্দেহে পিসিআর ল্যাবে মৃত জেব্রাগুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করে নেগেটিভ এসেছে। এছাড়াও খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে এমন সন্দেহে খাবারগুলোও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মৃত জেব্রাগুলোর ফুসফুস, লিভারসহ পেটে থাকা অর্ধগলিত খাবারগুলোর পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট চলে এসেছে। তবে জেব্রাগুলো যে খাবার খাচ্ছে তা পার্কে থাকা অন্যান্য প্রাণীগুলোও খাচ্ছে। খাদ্যে বিষয়ক্রিয়ায় মৃত্যু হলে অন্যান্য প্রাণীগুলোরও মৃত্যু হতে পারতো। কিন্তু তা হয়নি। খাদ্যে বিষক্রিয়া জনিত মৃত্যুর প্রমাণ মিলেনি।
২ বছর আগে