গেস্টরুম
গেস্টরুমে ঢাবি ছাত্রকে জোর করে ধূমপান করানোর অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। শুক্রবার ভোরে এ নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবু তালিব। তিনি ক্রিমিনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু তালিব জানান, রাত ১টায় তাকে হাত দিয়ে না ধরে ও ধোঁয়া না ছেড়ে সিগারেট খেতে বলা হয়। তিনি তাতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শিক্ষার্থীরা তাকে স্টাম্প দিয়ে মারধর করে এবং জোর করে তার মুখে সিগারেট রেখে আগুন জ্বালিয়ে দেয়।
আরও পড়ুন: ক্যাম্পাসে ঢাবি শিক্ষার্থীকে মারধর, এসবি সদস্য বরখাস্ত
অভিযুক্ত সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শেখ শান্ত আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমদাদুল হক বাঁধন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাহাবুদ্দিন ইসলাম বিজয় ও আইন বিভাগের নাহিদুল ইসলাম ফাগুনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, এরা গেস্টরুমে ছাত্রদের অত্যাচার ও গালিগালাজ করে।
তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হলের দ্বিতীয় বর্ষের ছাত্ররা প্রায়ই এই ধরনের সমস্যায় পড়ি। কিন্তু হল থেকে বের করে দেয়া এবং নির্যাতনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।’
এই গেস্টরুম সংস্কৃতির ভয়ে হল ত্যাগ ছাড়তে চেয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
আরও পড়ুন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাবি ছাত্র আহত
তিনি বলেন, ‘আজ সকালে শান্ত ও বাধন আমাকে ফোন করে বোঝান যে আমার সঙ্গে কিছুই হয়নি। এবং গতকাল সেখানে কোন গেস্ট রুম ছিল না।’ তিনি বলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২ বছর আগে
ঢাবির গেস্টরুমে নির্যাতন: ৩ ছাত্র বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের দায়ে তিন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের ইয়ামিন ইসলাম। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
এর আগে এ ঘটনা তদন্ত করতে অধ্যাপক শাহ মিরানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
তিনি জানান, তদন্ত কমিটি গত ৩১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকায় তাদের তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করে প্রশাসন।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা
বহিষ্কৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আবু ইউনুস ও সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আকতারুল ইসলামকে গেস্টরুমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠে ওই হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। আকতার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনার পর আকতার হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন: গেস্টরুমে নির্যাতন বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের
ঢাবির হলের ‘গেস্টরুমে’ অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
২ বছর আগে
গেস্টরুমে নির্যাতন বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষার্থীদের আয়োজনে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের গেস্টরুমে আখতারুল ইসলাম নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে নির্যাতনের বিচারের দাবি জানান।
আরও পড়ুন: ঢাবির হলের ‘গেস্টরুমে’ অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হাসান এনাম বলেন, ‘গেস্টরুমে প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থীরা সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা লাঞ্ছনা, অপমান ও হয়রানির শিকার হন। এ সংস্কৃতির অবসান ঘটাতে হবে।’
দর্শন বিভাগের ছাত্রী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আমাদের সহপাঠী আখতারকে যারা নির্যাতন করেছে তাদের ছাত্রত্ব বাতিল করা হোক। আমরা চাই প্রশাসন গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন বন্ধে যেন ব্যবস্থা নেয়।’
আরও পড়ুন: ঢাবি অধ্যাপক হত্যা: রাজমিস্ত্রি আনারুল তিন দিনের রিমান্ডে
২ বছর আগে
ঢাবির হলের ‘গেস্টরুমে’ অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আখতারুল ইসলাম নামে ওই শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বলে জানা গেছে।
বুধবার রাত ১০টার দিকে দ্বিতীয় বর্ষের পাঁচ-ছয় জন শিক্ষার্থী আখতারুল ইসলামকে গেস্টরুমে ডেকে নিয়ে যায়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আখতারের বাবা কয়েকদিন আগে হার্ট স্ট্রোক করেছেন। তিনি অসুস্থ ছিলেন। যখন তাকে গেস্টরুমে ডাকা হয়েছিল, তখন অসুস্থতার জন্য তিনি গেস্টরুমে আসতে পারেননি।
তিনি বলেন, পরে তাকে ডেকে এনে গেস্টরুমে ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকার সাজা দেন। এসময় আখতার আরও অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইসিজি পরীক্ষা করা হয়।
নির্যাতনের শিকার শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা ইউএনবিকে বলেন, অভিযুক্তরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।
অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ঢাবিতে সমাবেশ
বিজয় একাত্তর হলের প্রভোস্ট ও প্রভোস্ট স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বশির বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে এবং আজকের মধ্যে এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য আবু ইউনুস বলেন, ‘আমাদের সংগঠন এ ধরনের কোনো অমানবিক কাজ সমর্থন করে না। যত দ্রুত সম্ভব আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সমাবেশ
ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ
২ বছর আগে