ছেলের মোটরসাইকেলে চড়ে
দর্শনায় ছেলের মোটরসাইকেলে চড়ে পা হারালেন বাবা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছেলের মোটরসাইকেল চড়ে সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন এক বাবা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার দর্শনার ডিহি কেষ্টপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ বদরুজ্জামান (৬৫) সদর উপজেলার ভেমরুল্লা এলাকার মৃত মকবুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার রাতে বৃদ্ধ বদরুজ্জামান ছেলে সজীবের সঙ্গে মোটরসাইকেলযোগে হিজলগাড়ি থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ডিহি কেষ্টপুর এলাকায় পৌঁছালে একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে সজীব সামান্য আহত হলেও গুরুতর জখম হন বদরুজ্জামান। পরে স্থানীয় ব্যক্তিরা দ্রæত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে নারীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তির ডান পায়ের হাটু গুরুতর জখম হয়েছে। জখমের স্থান হাটুর নিচ থেকে সম্পূর্ণ অংশটা কেটে বাদ দিতে হবে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাপসাতালে পাঠানো হয়েছে।
দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, দর্শনা থানাধীন মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
২ বছর আগে