আড়াই লাখ টাকা চুরি
নাটোরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক থেকে আড়াই লাখ টাকা চুরি
নাটোরের গুরুদাসপুরে পোস্ট অফিসের ভেতর থেকে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের ড্রয়ার ভেঙে ২ লাখ ৫৮ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে ভবনের ভেন্টিলেটর ও টেবিলের ড্রয়ার ভাঙা এবং ড্রয়ার খালি অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: কর্ণফুলী গার্ডেন সিটিতে ৭০০ ভরি স্বর্ণ চুরি
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গুরুদাসপুর পোস্ট অফিসের ভেতরে আর্থিক কার্যক্রম পরিচালনা করতো ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক। বুধবার বিকালে ব্যাংক এশিয়ার প্রতিনিধি কেয়া খাতুন ২ লাখ ৫৮ হাজার টাকা নিজ ড্রয়ারে তালাবদ্ধ করে চলে যান। বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে ভবনের ভেন্টিলেটর ও তার টেবিলের ড্রয়ার ভাঙা এবং ড্রয়ার খালি অবস্থায় দেখতে পান। পরে টাকা চুরির বিষয়টি তিনি পুলিশ ও পোস্ট মাস্টারকে জানান।
আরও পড়ুন: মরিচ চুরি করতে গিয়ে চলন্ত ট্রাক থেকে পড়ে যুবক নিহত
এ ব্যাপরে পোস্ট মাস্টার মিজানুর রহমান জানান, ব্যাংক এশিয়ার প্রতিনিধি প্রতিদিন তাদের টাকা পোস্ট অফিসে জমা দেন। পরে সমুদয় টাকা রাতে থানায় জমা রাখা হয়। কিন্তু বুধবার ব্যাংক এশিয়া তাদের কাছে কোন টাকা জমা দেয়নি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
২ বছর আগে