কারাগারে শপথ
কারাগারে শপথ নিলেন মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য
মাদক মামলায় গ্রেপ্তার ঠাকুরগাঁওর পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য মো. শাহজাহান কারগারে শপথ নিয়েছেন। বুধবার বিকালে জেলা কারাগারের গেটে তাকে শপথ বাক্য পাঠ করান পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউর করিম।
এসময় জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. জান্নাতুল ফেরদৌস ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য মো. শাহজাহান আওয়ামী লীগের বৈরচুনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তানভীর শাকিল
সংশ্লিষ্টরা জানান, গত ২৮ ডিসেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মো. শাহজাহান বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। কিন্তু ওই দিনই ৬২২ পিস ইয়াবাসহ সদ্য নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান ও তার এক সহযোগীকে আটক করে র্যাব- ১৩।
আরও জানা যায়, পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানদের গত ১০ জানুয়ারি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাবুবুর রহমান তার সভাকক্ষে শপথবাক্য পাঠ করান। ১৬ জানুয়ারি পীরগঞ্জের ইউএনও মো. রেজাউল করিম শপথবাক্য পাঠ করান নির্বাচিত ইউপি সদস্যদের।
আরও পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে এমপি ফরিদুলের শপথ
কিন্তু ১৬ জানুয়ারি শপথ নেয়ার দিন মো. শাহজাহান কারাগারে থাকায় তখন তিনি শপথ নিতে পারেননি। পরে জেলা প্রশাসকের নির্দেশে পীরগঞ্জ ইউএনও জেলগেটে শপথবাক্য পাঠ করান।
২ বছর আগে