বাংলাদেশি আটক
ভারতে অনুপ্রবেশের চেষ্টা: পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশি আটক
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৯ নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা।
আটকরা হলেন— ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম হোসেন (৩০)। সাদ্দাম হোসেন তাদের অবৈধ পথে ভারত যেতে সহায়তার চেষ্টা করেন।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১ টি প্লাস, ২ টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। চোরাচালানকারী ও দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করেন বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: অপহরণের ৪ ঘণ্টা পর কুবি শিক্ষার্থী উদ্ধার, আটক ১
৩০৭ দিন আগে
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আটক
অবৈধভাবে পঞ্চগড়ের মীরগড় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ফাইম নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩টি ১০০ ডলারের নোট, ৪ হাজার ৭২০ ভারতীয় রুপির বিভিন্ন নোট ও ৩৪৫ চীনা ইউয়ান জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মোট মূল্য ৫৫ হাজার ৮৮৮ টাকা। একইসঙ্গে তার কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করে বিজিবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব-পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক ফাইম সাইদ আহমেদ রাজধানীর রায়েরবাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিজিবি জানায়, আমতলী এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন ফাইম। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যাক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে বিজিবি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।’
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
৩২৯ দিন আগে
বেনাপোলে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী ১৬ বাংলাদেশি আটক
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)। আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), বনানী শিকদার (৩৫), শাহিনুর রহমান (৩৫) এবং জিহাদ (২৭)।
আটকরা পিরোজপুর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটকরা ভালো কাজের আশায় চলতি বছরের ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
পরে তারা দালালের মাধ্যমে ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত হতে বাংলাদেশে ফিরে আসার সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা ১৬ জন বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ৪ জন নারী, ১১ জন পুরুষ এবং ১ শিশু রয়েছে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কর্নেল সিদ্দিকী।
আরও পড়ুন: আটকে রেখে যুবককে ‘পিটিয়ে হত্যা’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
৩৪৩ দিন আগে
সৌদি আরবে অবৈধ ভিসা ব্যবসার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি আটক
অবৈধ ভিসা বাণিজ্য এবং কিংডমের বাইরে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দূতাবাসের দুই প্রাক্তন কর্মকর্তা এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
শনিবার কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়েরের ঘোষণা দিয়েছে।
আরব নিউজ খবর অনুযায়ী দেশটির নাজাহা নামে পরিচিত কর্তৃপক্ষ বলেছে যে একজন বাসিন্দাকে বিদেশি বিনিয়োগকারীর কাছে ৬০ হাজার সৌদি রিয়াল প্রাপ্তির বিনিময়ে ২৩ মিলিয়ন সৌদি রিয়াল(ছয় দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক প্রতিশ্রুতিতে সই করতে বাধ্য করার অভিযোগে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল।
নাজাহা এক বিবৃতিতে জানায়, ‘গ্রেপ্তারকৃতদের নাম হলো কোর্ট সিকিউরিটির সার্জেন্ট (রিয়াদ অঞ্চলের পুলিশ) মেতাব সাদ আল-ঘনউম, রিয়াদে স্পেশাল মিশন ফোর্সের কর্পোরাল হাতেম মাস্তুর সাদ বিন তাইয়েব এবং ফিলিস্তিনি বিনিয়োগকারী সালেহ মোহাম্মদ সালেহ আল-শালাউত।
আরও পড়ুন: ‘আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার’: যুবদল নেতাসহ ১৯জন আটক
এতে আরও বলা হয়, ‘আরও তদন্তের পরে বাংলাদেশি বাসিন্দা আশরাফ উদ্দিন আকন্দ, আলমগীর হোসেন খান, শফিক আল ইসলাম শাহ জাহানসহ বেশ কয়েকজন বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছিল।’
‘সৌদির বাইরে ব্যবসা, অর্থ পাচার এবং অবৈধ ভিসায় জড়িত থাকার জন্য’ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি মোহাম্মদ নাসের উদ্দিন নূরের বাংলাদেশে একটি রিক্রুটিং অফিসের মালিক। এছাড়া জায়েদ উওসিদ মাফি, আবুলকলাম মোহাম্মদ রফিক আলিসলাম, আজিজ আলহাক মুসলিম উদ্দিন এবং পর্যটক আলামিন খান শহীদ আল্লাহ খান রয়েছে।
নাজাহা জানায় যে তারা বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মচারীদের সঙ্গে অবৈধ ভিসা বাণিজ্যে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ‘তাদের বাড়িতে তল্লাশি করার পর নগদ দুই কোটি এক লাখ ৮০ হাজার রিয়াল পাওয়া গেছে। সেইসঙ্গে সোনার বার এবং বিলাসবহুল যানবাহন পাওয়া গেছে যা কিংডমে বেআইনিভাবে ভিসা বিক্রি কাজের অর্থ হতে পারে।’
দুর্নীতি বিরোধী সংস্থা বলেছে যে তদন্ত শুরু হওয়ায় আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশে সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান এবং সাবেক উপ-রাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদি আল-শামারি এবং দূতাবাসের কনস্যুলার বিভাগের উপ-প্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।
তাদের বাংলাদেশি নাগরিকদের সঙ্গে জড়িত থাকার জন্য এবং কাজের ভিসা ইস্যু চূড়ান্ত করার বিনিময়ে দূতাবাসে কাজ করার সময় কিস্তিতে পাঁচ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল প্রাপ্তির জন্য গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ বলছে, ‘তারা সৌদি আরবের অভ্যন্তরে গ্রেপ্তারকৃত বাসিন্দাদের কাছ থেকে অর্থ গ্রহণের কথা স্বীকার করেছে এবং বাকিটা কিংডমের বাইরে বিনিয়োগ করেছে।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
১০০৫ দিন আগে
স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়: মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার পেনাং রাজ্যে মসজিদের বাইরে করোনার স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের অভিযোগে মঙ্গলবার ৪৮ বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ শুহাইল মোহাম্মদ জেইন জানিয়েছেন, সরকারের করোনা আইন ভেঙে শত শত লোক স্বাস্থ্যবিধি না মেনে ঈদের নামাজ আদায়ের দৃশ্যের একটি ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়। পরে প্রশাসন অভিযান চালিয়ে প্রবাসী বাংলাদেশিদের আটক করে।
পড়ুন: মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে ১০০ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। যাদের বেশিরভাগই বাংলাদেশি।
পড়ুন: হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়াতে বিএডিসি’র আলু রপ্তানি
করোনা মহামারির মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা
১৫৯৭ দিন আগে
ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর ময়দান সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৯৩০ দিন আগে
বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি আটক
বৈধ কাগজপত্র না থাকার কারণে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।
১৯৩১ দিন আগে
অবৈধভাবে পারাপার: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৯
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাখের আলী সীমান্ত এলাকা থেকে রবিবার রাতে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
১৯৭০ দিন আগে
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত থেকে বুধবার রাতে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২১১৪ দিন আগে
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে সাজু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
২১৫৭ দিন আগে