ইস্পাত
ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক: যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইউরোপ
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্কারোপ করেছে, সেটার যথাযথ জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ভন ডের লিয়ন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তারাও কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন।’
আগের দিন বিদেশি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ করারোপ করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এমনই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।-খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
এই শুল্কারোপের কারণে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে কিছুটা স্বস্তি পাবেন মার্কিন ধাতব ব্যবসায়ীরা। কারণ এতে তারা অনেক বেশি দামে পণ্য বিক্রি করতে পারবেন। সোমবার দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শেয়ারের দামও বেড়ে গেছে।
ভন ডের লিয়ন বলেন, ‘ইউরোপের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায় শুল্ক খারাপ, কিন্তু ভোক্তাদের জন্য সেটা আরও খারাপ। ইউরোপের ওপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া হলে জবাব দেওয়া হবে—অনেক কঠোর ও সমানুপাতিক পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।’
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির চ্যান্সেলর ওলাভ শলজ পার্লামেন্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের জন্য বিকল্প কোনো পথ খোলা না রাখে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।’
বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত উভয়পক্ষকেই খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে ইউরোপ কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করেনি। এরআগে ২০১৮ সালে ইস্পাতের ওপর শুল্কারোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন যুক্তরাষ্ট্রের নির্মিত মোটরসাইকেল, বোরবন হুইস্কি, পিনাট বাটারসহ বিভিন্ন পণ্যে পাল্টা করারোপ করেছিল ইইউ।
আরও পড়ুন: চুক্তি লঙ্ঘনের অভিযোগ: জিম্মিদের ফেরত দিচ্ছে না হামাস
এভাবে রাজস্ব আরোপ করা হলে তাতে দুপক্ষের জন্যই হীতে বিপরীত ফল আসবে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ভাইস-প্রেসিডেন্ট মারকোস সেফকোভিক। তিনি বলেন, আটলান্টিক মহাসাগরীয় দেশগুলোর মধ্যকার ব্যাপক বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্কের কারণে যে গভীর ও সমন্বিত উৎপাদন চেইন তৈরি হয়েছে, সেটা বিবেচনায় নিলে এই শুল্কারোপ ভালো ফল দেবে না।
মারকোস সেফকোভিক বলেন, ‘আমাদের শ্রমিক, ব্যবসা ও ভোক্তাদের আমরা রক্ষা করবো। যদিও এটা আমাদের পছন্দনীয় পথ না, আমরা গঠনমূলক আলোচনার বিষয়ে প্রতিশ্রুতিশীল থাকব। আমরা আলোচনার জন্য প্রস্তুত। কাজেই দুপক্ষের স্বার্থরক্ষা করে একটি সমাধানের পথ বের করতে হবে।’
ইউরোপীয় ইউনিয়নের হিসাবে, দুপক্ষের বাণিজ্যের আকার হবে এক লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলারের, যা বিশ্ব বাণিজ্যের ৩০ শতাংশের প্রতিনিধিত্ব করে। মারকোস সেফকোভিক বলেন, ‘এই করারোপে দুপক্ষের জন্যই ব্যাপক ঝুঁকি রয়েছে।’
৪০ দিন আগে
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে বিজয় দিবস উদযাপিত
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শনিবার সকাল ৯টায় বিএসইসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক অর্থ ও অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক বাণিজ্যিক ও যুগ্মসচিব মো. হায়দার জাহান ফারাস, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার এবং কর্মকর্তা ও কর্মচারী বিএসইসি প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: শহীদদের শ্রদ্ধা জানিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয় দিবস
এরপর বিএসইসির চেয়ারম্যান ও স্টাফদের সঙ্গে বিএসইসিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন।
দুপুরে বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে বিএসইসির সভাকক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান উদ্বোধনের শুরুতে চেয়ারম্যান শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, খেলা-ধুলার পাশাপাশি সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা রক্ষা করতে হবে।
এরপর শিশু-কিশোরদের গান, কবিতা, ছাড়া পরিবেশন বিএসইসির সভাকক্ষে এক আনন্দঘন মুহূর্তের অবতারণা করে।
আঁকিয়েদের চিত্রাংকন দেখার পর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।
এরপর বিএসইসি মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই বাংলাদেশ এই অবস্থায় ছিল না; বড় আশ্চর্যের বিষয় উন্নয়ন অবহেলিত, আর্থিক সঙ্গতিহীন একটি দেশ শুধু ঐক্যের শক্তিতে কৃষক, ছাত্র, যুবক মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে আমাদের বিজয়।
৪৬৩ দিন আগে
ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিল্যান্স অ্যাওয়ার্ড পেলো ফেয়ার ইলেক্ট্রনিক্স
ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিল্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড। রবিবার বিকালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন। ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ফেয়ার গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) কাজী নাসির উদ্দিন এফসিএ।
ইস্পাত ও প্রকৌশল ক্যাটাগরিতে দেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে ফেয়ার ইলেক্ট্রনিক্সকে প্রথম পুরস্কার দেয়া হয়। এর মাধ্যমে দেশসেরা শিল্প প্রতিষ্ঠান হিসাবে আনুষ্ঠানিকভাবে সরকারী স্বীকৃতি পেলো ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয় প্রতি বছর বেসরকারী খাতের বিভিন্ন কোম্পানীকে এই পুরস্কার দিয়ে থাকে। এবার পাঁচটি ক্যাটাগরীতে মোট ২৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হলো। একই সঙ্গে একটি ট্রেড বডি ও এসোসিয়েশনকে ইন্সটিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, ২০২০ দেয়া হয়েছে।
আরও পড়ুন: বিএসটিআইয়ের বৈশ্বিক মানকে শক্তিশালী করতে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী
১০২৯ দিন আগে
মারিউপোলে ইস্পাত কারখানায় অবরুদ্ধ সেনাদের আত্মসমর্পণে অস্বীকৃতি
ইউক্রেনের মারিউপোলের একটি ইস্পাত কারখানার সুড়ঙ্গে অবরুদ্ধ সেনারা রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত টানা দু’মাস ধরে দেশটির কৌশলগত বন্দর নগরী মারিউপোলে রুশ সেনাদের ক্রমবর্ধমান মরিয়া আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ওই সেনাদের মধ্যকার এক কমান্ডারের স্ত্রী ক্যাটরিনা প্রোকোপেনকো জানান, তারা ‘শেষ পর্যন্ত প্রতিরোধের’ অঙ্গীকার করেছে।
তিনি বলেন, তার স্বামী আজভ রেজিমেন্টের কমান্ডার ডেনিস প্রোকোপেনকোর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। ‘তারা আত্মসমর্পণ করবে না। তারা কেবল একটি অলৌকিক ঘটনার (ঈশ্বরের সাহায্যের) আশা করছে।’
এদিকে আগামী সোমবার রাশিয়ার বিজয় দিবস। এ দিনটি রাশিয়ার ক্যালেন্ডারে সবচেয়ে বড় দেশপ্রেম দিবস, যা নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে নির্দেশ করে।
রাশিয়ার সাম্প্রতিক অনুমান অনুযায়ী প্রায় দুই হাজার ইউক্রেনীয় যোদ্ধা মারিউপোলের বিস্তৃত আজোভস্টাল ইস্পাত কারখানার নিচে টানেল এবং বাঙ্কারগুলোর একটি গোলকধাঁধায় আটকে আছে। এছাড়া কয়েকশ’ বেসামরিক লোকও সেখানে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ‘অনেক আহত (যোদ্ধা) আছে, কিন্তু তারা আত্মসমর্পণ করছে না। তারা তাদের অবস্থান ধরে রেখেছে।’
আরও পড়ুন: মারিউপোলের ইস্পাত কারখানায় রুশ হামলা জোরদার
তিনি বলেন, অব্যাহত রুশ হামলার ফলে বাকি বেসামরিক লোকদের সরিয়ে নেয়া সম্ভব হচ্ছেনা।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, লেআউটটি জানতেন এমন একজন ইলেকট্রিশিয়ানের সাহায্যে রুশ সেনারা ভিতরে (কারখানার) প্রবেশ করতে সক্ষম হয়েছে।
গেরাশচেঙ্কো বুধবার পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়ানরা বিশ্বাসঘাতকদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে এই টানেলগুলোতে আক্রমণ শুরু করে।’
তবে ক্রেমলিন এ বিষয়ে এখনও কিছু জানায়নি।
মারিউপোলের পতনের ফলে ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ বন্দর হারাবে। এর ফলে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপে একটি স্থল করিডোর স্থাপন করতে পারবে। ২০১৪ সালে যেটিকে ইউক্রেন থেকে দখল করে নেয় রাশিয়া।
ধারণা করা হচ্ছে ক্রেমলিনের পূর্বের শিল্পাঞ্চল ডনবাস এরপর সেনাদের আক্রমণের প্রধান লক্ষ্য হবে।
আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন স্যাভিয়াতোস্লাভ পালামার ইউক্রেনীয় টিভিতে ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিক এবং আহত যোদ্ধাদের সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেছেন।
তিনি বলেছেন সেনারা ‘সঠিক চিকিৎসার অভাবে যন্ত্রণায় মারা যাচ্ছে।’
ক্রেমলিন বারাবার ইউক্রেনের অবরুদ্ধ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। কিন্তু ইউক্রেনীয় সেনারা তা প্রত্যাখ্যান করেছে।
তবে বেসামরিক নাগরিকদের স্থানানন্তরের বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
আরও পড়ুন: রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
‘ইউক্রেনের খেরসনকে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে রাশিয়া’
১০৫২ দিন আগে
চট্টগ্রামে ইস্পাত কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম। তিনি জানান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের রড তৈরি কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিক রঞ্জিত দাশের দেহ। লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানাটিতে গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছিল।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত
১১৫১ দিন আগে