রৌপ্য মুদ্রা
বাংলাদেশ- জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: আসছে ৫০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা
বাংলাদেশ ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকা মূল্যের একটি নতুন স্মারক রৌপ্য মুদ্রা চালু করবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক ও জাপানি মুদ্রা উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি জাপান মিন্টের যৌথ উদ্যোগে মুদ্রাটি চালু করা হবে।
১০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে নতুন রৌপ্য মুদ্রাটি বিক্রি করা হবে।
জাপান মিন্টের মাধ্যমে জাপানেও বিক্রি করা হবে এ মুদ্রা। স্মারক বাক্সসহ মুদ্রার মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
আরও পড়ুন: নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সরকারের উন্মুক্ত দৃষ্টিভঙ্গির প্রশংসা ইইউ’র
৩৫ মিমি ব্যাসের গোলাকার এই মুদ্রার ওজন ২০ গ্রাম। স্মারক মুদ্রার সামনের লোগোটি বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী বহন করে।
লোগোর উপরের অংশে কালার প্রিন্ট প্রযুক্তিতে ছাপা হয়েছে ডালপালাসহ চেরি (জাপানের জাতীয় ফুল) এবং জলে ভাসমান কুঁড়িসহ শাপলা (বাংলাদেশের জাতীয় ফুল)। এছাড়া লোগোর বাম পাশে, উপরে ও নিচে ইংরেজি ও বাংলায় '৫০ টাকা' লেখা রয়েছে।
স্মারক মুদ্রাটির পেছনে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ মুদ্রিত। স্মৃতিসৌধের নিচে ছাপা হয়েছে ১৯৭২-২০২২ ।
বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান, স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞায় ইউরোপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না: ইইউ
২ বছর আগে