কর্ণফুলি নদী
কর্ণফুলি নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আনুমাঝির ঘাটের এভারগ্রিন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। তিনদিন আগে সে নদীতে নেমে নিখোঁজ হয়।
মৃত মো. শরিফ উদ্দিনের (১৪) কোতোয়ালি থানা মো. আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, অভয়মিত্র ঘাটে গোসল করতে গিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে নদীর স্রোতে নিখোঁজ হয় শরিফ। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। সোমবার আনু মাঝির ঘাট এলাকায় শিশু শরিফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, নারীর লাশ উদ্ধার
এদিকে, রবিবার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি। সোমবার দ্বিতীয় দিনের মত নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও নৌ-বাহিনীর ডুবুরি দল।
২ বছর আগে
কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে কর্ণফুলি নদীর এভারগ্রীন ঘাট এলাকায় ডিঙ্গি নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- পটিয়ার কোলাগাঁও গ্রামের তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাস (১৫) ।
তাদের উদ্ধারে সকাল ৯টা থেকে নদীতে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ভোরের দিকে বাবা ছেলেসহ তিনজন জাল দিয়ে মাছ শিকারে যায় কর্ণফুলি নদীতে। এসময় ছেলে সমীর নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নদীতে পড়ে যান বাবা তপন দাস।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার
কর্ণফুলী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২ বছর আগে