পটিয়া
চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের ইমাম নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালের দিকে পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা হোসেন মোহাম্মাদ ইস্কান্দার জামি (৫৫) পটিয়ার একটি মসজিদের পেশ ইমাম এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া শাখার ইনচার্জ ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকালে মাওলানা ইস্কান্দার জামি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কক্সবাজারগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: মানিকগঞ্জে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
পটিয়া বড়লিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু জানান, নিহত মাওলানা ইস্কান্দার উপজেলার বরলিয়া ইউনিয়নের পেরোলা গ্রামের একরাম চৌধুরীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫
১ বছর আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল হামিদ (৩২) ও শাহিদা (২৮)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং এতে আটজন গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
১ বছর আগে
চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহারা এলাকায় মঙ্গলবার রাতে ৪৩ বছর বয়সী এক স্বর্ণ ব্যসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিমান ধর চট্টগ্রাম নগরীর রাহারতারপুলে জুয়েলারি দোকানের মালিক ও উপজেলার দুলাল ধরের ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিমানের গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, পুলিশের ধারণা দোকান থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
তারেক বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ। হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং খুনিদের ধরতে তদন্ত চলছে।
২ বছর আগে
কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে কর্ণফুলি নদীর এভারগ্রীন ঘাট এলাকায় ডিঙ্গি নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- পটিয়ার কোলাগাঁও গ্রামের তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাস (১৫) ।
তাদের উদ্ধারে সকাল ৯টা থেকে নদীতে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ভোরের দিকে বাবা ছেলেসহ তিনজন জাল দিয়ে মাছ শিকারে যায় কর্ণফুলি নদীতে। এসময় ছেলে সমীর নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নদীতে পড়ে যান বাবা তপন দাস।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার
কর্ণফুলী নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২ বছর আগে