ব্রাজিলে
বিশ্বে করোনায় আক্রান্ত ৫০ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী চলমান করোনা মহামরিতে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৯৮২ এবং মোট মৃতের সংখ্যা ৬১ লাখ ৯৬ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ছয় লাখ ২৫ হাজার ১২০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৮ হাজার ৬০৯ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৫০ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে
ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৫০ হাজার ৭৭ জন এবং এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬২ হাজার ১৮৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৪০ হাজার ৯৪৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৪৭ জনে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে
বিশ্বে করোনায় আক্রান্ত ৫০ কোটি ছাড়িয়েছে
২ বছর আগে
ব্রাজিলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, নিহত কমপক্ষে ১৯
প্রবল বৃষ্টি কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে রবিবার কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়েছে। সৃষ্ট এই দুর্যোগের কারণে প্রায় ৫ হাজার পরিবার তাদের ঘর-বাড়ি হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজ্য সরকারের তথ্য অনুসারে, এমবু দাস আর্টেস শহরে ভূমিধসে একই পরিবারের তিনজন মারা গেছে। এছাড়া দমকলকর্মীরা আরও চারজনকে উদ্ধার করেছে।
সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও ডোরিয়া বলেছেন, ফ্রান্সিসকো মোরাতোতে চার শিশু মারা গেছে।
রাজ্য সরকার জানিয়েছে, ফ্রাঙ্কো দা রোচায় আরও চারজন মারা গেছে। রিবেইরো প্রেটো এবং জাউতেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: কঙ্গোয় জাতিসংঘের ২ বিশেষজ্ঞ হত্যা মামলায় ৫১ জনের মৃত্যুদণ্ড
রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, বন্যার পানিতে ভেসে যাওয়া লোকদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার রাজ্যের গভর্নর জোয়াও ডোরিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ২ কোটি ৮০ লাখ মাকিন ডলার সহায়তার ঘোষণা দেন।
রাজ্য সরকার জানিয়েছে, বেশ কয়েকটি সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
বৃষ্টির কারণে সাও পাওলো শহরে করোনভাইরাসের নির্ধারিত টিকাদান কার্যক্রম বাতিল করা হয়েছে।
চলতি বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস প্রদেশে ভারি বর্ষণে ১৯ জন মারা গেছে।
আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিওমারা কাস্ত্রো
২ বছর আগে