ডাকাতিয়া নদী
ডাকাতিয়া নদীতে নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর রায়হান কবির (১২) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে মাদরাসা ছাত্রের লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত রায়হান চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে। সে নতুন বাজার আহমাদিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: মাগুরায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী ইউএনবিকে বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে রায়হান হঠাৎ নিখোঁজ হয়।
তিনি বলেন, আমরা শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান চালাই। পরে আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) রায়হানের লাশটি সন্ধান পায় এবং তাকে উদ্ধার করে। শনিবার ৩টায় রায়হানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ছুরিবিদ্ধ কিশোরের লাশ উদ্ধার
৭ মাস আগে
ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ, নিহত ৫
চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে মাটিবোঝাই ট্রলারের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার আউয়াল মাঝি (৫০), মোবারক হেসেন (৩৫), জেলার তিতাস উপজেলার নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। তারা চাঁদপুরের মৈশাদী ও শাহতলী গ্রামের ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক ছিল।
আরও পড়ুন: ভোলায় কালবৈশাখী ঝড়ে মালবাহী ভলগেট ও ট্রলার ডুবি
এঘটনায় বাল্কহেডের চার শ্রমিককে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। তারা হলেন, মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার।
চাঁদপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৪ জনের মৃতদেহ উদ্ধার
তিনি জানান, ফায়ার সার্ভিস ডাকাতিয়া আসার আগে স্থানীয়রা এক জনের এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল বাকি চার জনের লাশ উদ্ধার করে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের চার জনকে আটক করা হয়েছে। তারা সকলেই ইকবাল হোসেন-১ বালুবাহী বাল্কহেডের শ্রমিক। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
২ বছর আগে