সাহিদা
খুলনায় করোনায় এক নারীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত সাহিদা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আজ সকালকাল ৯টা পর্যন্ত ৪৪ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১৬ জন, ইয়ালোজোনে ২১ জন এবং আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি আরও ২ সপ্তাহ চলবে: আশঙ্কা বিশেষজ্ঞদের
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে তিনজন, এইচডিইউতে দুজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে সোমবার রাতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮০ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩.৪০ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ৩৭ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে
২ বছর আগে