পলিথিনে মোড়ানো নবজাতক
বরিশালে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
বরিশালে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং চরহোগলা ওয়ার্ডের জামাইপাড়া এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম।এ সময় তিনি জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের খবরে জামাইপাড়ার মহিলা মাদরাসা এলাকা থেকে আনুমানিক দুই দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
২ বছর আগে