র্সুবণজয়ন্তী
স্বাধীনতার র্সুবণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
আরও পড়ুন: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রেস ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
সাংস্কৃতিক পর্বে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মো. রফিকুল আলম, রুপা ফরহাদ, শিবু রায়, আকরামুল ইসলাম, খায়রুল আনাম শাকিল, নবীব কিশোর গৌতম ও মনোরঞ্জন ঘোষাল, সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিল্পী মাইনুল আহসান, ঊর্বী সোম, এম এ মোমিন, আশা খন্দকার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী রোকসানা আকতার রূপসা ও শারমিন আক্তার শাওন সংগীত পরিবেশন করবেন। কবিতা আবৃত্তি করবেন কবি নরুল হুদা, ঝর্ণা সরকার, আসলাম সানী, ইকবাল খোরশেদ। আরিফুল ইসলাম অর্ণবের পরিচালিত নৃত্যদল আর্টিস্ট ট্রি; মেহরাজ হক তুষার পরিচালিত রিদম ডান্স গ্রুপ; সুইটি দাস চৌধুরী পরিচালিত দিক্ষা নৃত্যদল, সাহিদা রহমান সুরভি পরিচালিত নৃত্যদল বহিৃশিখা সমবেত নৃত্য পরিবেশন করবেন।
আরও পড়ুন: মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
মুজিববর্ষ উপলক্ষে খুলনায় ২য় দফায় ১৩৫১ ভূমিহীন ঘর পাচ্ছেন
২ বছর আগে