শেয়ার
ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (পিএলসি) শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ অনুসন্ধান করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএসইসির এক আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে প্রথম দিনে ডিএসইতে ২৪৬ কোটি টাকার লেনদেন
বিএসইসির আদেশে বলা হয়, উল্লেখিত স্ক্রিপের ইউনিটের এমন অস্বাভাবিক ওঠানামার পেছনে বাজার কারসাজি, অভ্যন্তরীণ লেনদেন, অন্যান্য বাজারের অপব্যবহারসহ এবং কারসাজিসহ বিভিন্ন কারণ উদঘাটনে ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার কেনাবেচা তদন্ত করবে ডিএসই।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, কিছু ব্যবসায়ী গ্রুপ ইসলামী ব্যাংকের পরিচালক হওয়ার চেষ্টা করছে, তাই তারা বড় অঙ্কের শেয়ার কিনছেন। ফলে সাম্প্রতিক সময়ে এ ব্যাংকের শেয়ারের দাম হু হু করে বেড়েছে।
আরও পড়ুন: সমৃদ্ধ শেয়ারবাজার গড়তে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিএসই চেয়ারম্যান
২ মাস আগে
গোপনে আদানি গ্রুপের বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগীরা
ভারতের আদানি গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুই ব্যক্তি গ্রুপের কোম্পানিগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের স্টক কিনেছেন বলে খবর প্রকাশ হয়েছে। সেই সঙ্গে ভারতীয় আইন লঙ্ঘন করে গোপনে এসব শেয়ার কিনেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) অনুসন্ধানী সাংবাদিকদের একটি নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাজারের নিয়ম অনুযায়ী, কোম্পানির অন্তত ২৫ শতাংশ শেয়ার জনসাধারণের ক্রয়ের জন্য রাখা হয়।
অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) প্রতিবেদনে বলা হয়েছে, দুই ব্যক্তি ‘দ্বীপদেশ মরিশাসের একটি অস্বচ্ছ বিনিয়োগ তহবিল’ ব্যবহার করে এসব শেয়ার কিনেছেন। পাবলিক শেয়ার প্রায় ১৪ শতাংশই তারা নিয়ন্ত্রণ করছেন।
দ্য গার্ডিয়ান ও দ্য ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত ওসিসিআরপি’র প্রতিবেদনে বলা হয়েছে, তারা একাধিক ট্যাক্স হেভেন, ব্যাংক রেকর্ড ও আদানি গ্রুপের অভ্যন্তরীণ ইমেলের ফাইলগুলোর উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন।
প্রতিবেদনে দুই বিনিয়োগকারীর নাম বলা হয়েছে নাসের আলি শাবান আহলি ও চ্যাং চুং-লিং।
বলা হয়েছে, আদানি পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং তারা গ্রুপের কোম্পানিতে পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: আদানি ব্যবসায়িক গোষ্ঠীর বিষয়ে তদন্তের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
প্রতিবেদনে বলা হয়েছে, দুই বিনিয়োগকারী ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে চারটি আদানি কোম্পানিতে বড় পরিমাণে শেয়ার লেনদেন করেছেন।
যদিও আদানি গ্রুপ প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো আইন মেনে চলছে।
বৃহস্পতিবার বিকালে আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০টি কোম্পানির স্টক ৪ শতাংশ পর্যন্ত কমেছে।
তবে এপি স্বাধীনভাবে এই অভিযোগের সত্যতা যাচাই করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, মরিশাস তহবিলের মাধ্যমে দুই ব্যক্তি আদানি স্টক কেনা-বেচা করেছিলেন এবং ‘এর মাধ্যমে যথেষ্ট লাভ করেছিলেন।’
এতে বলা হয়েছে, এই ধরনের কাজ আইনের লঙ্ঘন কি না সেই প্রশ্নটি আহালি ও চ্যাং আদানি গ্রুপের প্রোমোটারদের পক্ষে কাজ করছে কি না তার উপর নির্ভর করে।
এতে আরও বলা হয়েছে, ‘যদি ওই দুজন আদানি গোষ্ঠীর পক্ষে কাজ করে, তাহলে এর অর্থ দাঁড়াবে অভ্যন্তরীণ ব্যক্তিরা আইন অনুমোদিত ৭৫ শতাংশেরও বেশি শেয়ারের মালিক।’
জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক শর্ট-সেলিং হিন্ডেনবার্গ রিসার্চ ফার্ম আদানি গ্রুপ ও তার প্রধান গৌতম আদানিকে ‘স্টক ম্যানিপুলেশন’ এবং ‘অ্যাকাউন্টিং জালিয়াতির’ জন্য অভিযুক্ত করেছিল। আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছিল।
আরও পড়ুন: হিন্ডেনবার্গের বিরুদ্ধে ভারতের ওপর আক্রমণের অভিযোগ আদানির
ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, সেই অভিযোগগুলোর পরে আদানি গ্রুপ ও গৌতম আদানি ৩০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ হারিয়েছে।
এক সময়ে এশিয়ার সর্বোচ্চ ধনী গৌতম আদানি বর্তমানে আনুমানিক ৬৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় ২০তম স্থানে রয়েছেন।
৬১ বছর বয়সী আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।
সমালোচকরা বলছেন, আদানির সাফল্যের বেশিরভাগই তার সরকার এবং মোদির সান্নিধ্য থেকে এসেছে। মোদিও মাঝে মাঝে আদানি জেট ব্যবহার করে প্রচার চালিয়েছেন।
যদিও বরাবরই সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন আদানি।
হিন্ডেনবার্গের দাবির পরে বিনিয়োগকারীরা আদানির থেকে কিছুটা মুখ ঘুরিয়ে নেওয়ায় অবকাঠামো, কয়লা, নবায়নযোগ্য জ্বালানি এবং মিডিয়াসহ তার সংস্থাগুলো কয়েক বিলিয়ন ডলার বাজার মূল্য হারিয়েছে।
মার্চ মাসে দেশের বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে, আদানি গ্রুপ নিয়ম লঙ্ঘন বা স্টক মূল্যের হেরফের করেছে কি না তা তদন্ত করার জন্য নির্দেশ দেন ভারতের শীর্ষ আদালত।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, বোর্ড গত সপ্তাহে সুপ্রিম কোর্টকে বলেছিল, তাদের তদন্ত প্রায় সম্পূর্ণ এবং অফশোর ডিলের একটি পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মুকেশ আম্বানিকে হারিয়ে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
১ বছর আগে
মুকেশ আম্বানিকে হারিয়ে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনকুবের সিংহাসনটি দখল করে নেন গৌতম আদানি। ২০১৫ সাল থেকে টানা ছয় বছর এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানটি ধরে রেখেছিলেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই-পুত্র মুকেশ আম্বানি। ৪৮ বছরে গড়ে ওঠা এশিয়ার বিখ্যাত আটটি প্রধান কোম্পানির মালিক আম্বানি অন্তর্ভুক্ত আছেন বিশ্বের উল্লেখযোগ্য ধনকুবেরদের সারিতেও। বিগত বছরগুলোতে সম্পদের দৌড়ে আম্বানির পিছু ধাওয়া করে আসছিলেন ৯টি কোম্পানির বহুজাতি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা গৌতম আদানি। তবে ২০২২ সালে এসে এশিয়ার এক নাম্বার ধনী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেই।
আদানির এশিয়ার এক নাম্বার ধনী হওয়ার কারণ
২৭ জানুয়ারি শেয়ার বাজার বন্ধের ফলে তারতম্য দেখা দিতে শুরু করে রিলায়েন্স এবং আদানী গ্রুপের শেয়ারগুলোতে। মূলত এই কারণেই আদানির ধনীর তালিকার শীর্ষে উঠে আসা। প্রথম দিকে আম্বানির সম্পদের মূল্য ছিল ৯,১০০ কোটি ডলার যা প্রায় ৭ লাখ ৮১ হাজার কোটি টাকার সমান। অন্যদিকে গৌতম আদানির ক্ষেত্রে সেই অঙ্কটি ছিল ৮,৮৮০ কোটি ডলার বা প্রায় ৭ লাখ ৬২ হাজার কোটি টাকা। পরে আম্বানি তাঁর সম্পদে ১,৪৩০ কোটি ডলার বা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা যোগ করায় আদানিও নিজের সম্পদে অর্থ যোগ করেন। তবে তাঁর পরিমাণটা ছিলো অনেক বেশি- ৫,৫৫০ কোটি ডলার যা প্রায় ৪ লাখ সাড়ে ৭৬ হাজার কোটি টাকার সমান।
স্বভাবতই এই দুই ভারতীয় শিল্পপতির সম্পদের তফাত প্রথমে প্রায় ২.৪ শতাংশ হলেও সমন্বিত পুঁজি বাজার অনুসারে মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যান গৌতম আদানি।
একদিকে যেমন আম্বানির রিলায়েন্সের শেয়ারের দাম পড়ে যায় ১.৭২ শতাংশ, অন্যদিকে আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারের দাম ধীরে ধীরে বাড়তে থাকে।
উল্লেখযোগ্য ভাবে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দাম বাড়ে শতকরা ২.৩৪ ভাগ এবং আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম শতকরা ৪ ভাগ বাড়ে। অপরদিকে রিলায়েন্সের শেয়ারে টানা তৃতীয় দিন ধরে ধ্বস নামলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার কমে দাড়ায় ১.৪৪ শতাংশতে।
আরও পড়ুন: রাজু ভাস্কর্যের সামনে নৃত্যরত ইরা: সপ্রতিভ উত্থানে এক বাংলাদেশি ব্যালেরিনা
বিগত অর্থ বছরে আদানি ট্রান্সমিশন-এর বৃদ্ধি ছিলো ২৮৮ শতাংশ। একই সময়ে আদানি টোটাল গ্যাস বেড়েছিলো ৩৫১.৪২ শতাংশ। পাশাপাশি আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখেছিল।
এভাবে সমন্বিত পুঁজি বাজারে সংস্থাগুলো মূলধন যোগ করায় শেয়ার বাজার বন্ধের ব্যাপারটি গৌতম আদানির জন্য পোয়াবারো হিসেবে কাজ করেছে।
আম্বানি-আদানির সম্পদের তুলনামূলক অবস্থান
আদানির বর্তমান সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৮৯ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যে, যা প্রায় ৭৬ লাখ ৮০ হাজার কোটি টাকার সমান। আর প্রায় ৯ হাজার কোটি টাকা দূরত্বে আম্বানির সম্পদের মূল্য হয়েছে ৮৯ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৭৬ লাখ সাড়ে ৭১ হাজার কোটি টাকা।
অবশ্য ঘটনাটির পুনরাবৃত্তি ঘটেছিল ২০২১ এর নভেম্বরে। তখনকার হিসেব অনুসারে বিগত দুই বছরে প্রায় ১,৮০৮ শতাংশ বেড়েছিলো আদানির সম্পদ। ঠিক সে সময়ে আম্বানির সম্পদের বৃদ্ধি ছিলো মাত্র ২৫০ শতাংশ। বিশ্ব বাণিজ্য কেন্দ্রিক আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ফোর্বস-এর রিয়েলটাইম ডাটা নেটওয়ার্থ মতে গৌতম আদানি এখন বিশ্বের এগারতম ধনী ব্যক্তি।
আরও পড়ুন: ক্রেডিট কার্ড কীভাবে করবেন
নতুন বিনিয়োগে আদানি বনাম আম্বানি
সম্পদের প্রতিযোগিতার ফলাফল উপেক্ষা করে সমান উদ্যমে চলছে আদানি ও আম্বানির বিনিয়োগের ধারা। আম্বানির রিলায়্যান্স গুজরাট ভিত্তিক বিশাল বিনিয়োগ করতে চলেছে। ইতোমধ্যে সেখানে মোট ৫ দশমিক ৯৫ লাখ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে জায়ান্ট গ্রুপটি। তারা ৫ লাখ কোটি রুপির নিশ্চয়তা দিয়েছে হাইড্রোজেন শক্তি উৎপাদন এবং ১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থা নির্মাণকল্পে। এজন্য শিঘ্রই শুরু হবে জমি দেখা। তাছাড়া ব্যাটারি স্টোরেজ ও সৌরবিদ্যুৎ সহ আরো চারটি কারখানা স্থাপনের জন্য বিনিয়োগকৃত অর্থের পরিমাণ ঠিক হয়েছে প্রায় ৬০ হাজার কোটি রুপি। বিনিয়োগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আম্বানির অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আওতাভুক্ত ব্যবসাগুলোতে।
অপরদিকে আম্বানির দেখানো পথে গুজরাট কেন্দ্রিক অর্থ বিনিয়োগ চলছে আদানি গ্রুপেরও। তাদের প্রধান ক্ষেত্র ছিলো বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চলগুলো। তবে এবার তারা ব্যবসা সম্প্রসারণ করছে বৈচিত্র্যপূর্ণ খাতে। পস্কো’র সাথে করা সাম্প্রতিক চুক্তিটি তারই প্রমাণ। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির সাথে রিনিউএবল এনার্জি সহ অন্যান্য ক্ষেত্রগুলোতে ব্যবসায়িক লেনদেনের জন্য চুক্তিটি সম্পাদন করেছে আদানি ইস্পাত। এই বিনিয়োগকৃত অঙ্কের সম্ভাব্য অর্থ প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি রুপি। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সময় উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
আরও পড়ুন: ট্রেড লাইসেন্স করার পদ্ধতি: প্রয়োজনীয় কাগজপত্র, খরচ ও সময়
আম্বানি ও আদানির আয়ের প্রধান উৎস
গৌতম আদানির আয়ের সিংগভাগ আসে তাঁর নিজের গড়া শিল্পপ্রতিষ্ঠান আদানি গ্রুপ থেকে। এই বহুজাতি গ্রুপটিতে অন্তর্ভুক্ত আছে বন্দর ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ, বিমানবন্দর অপারেশন, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাকৃতিক গ্যাস, এবং অবকাঠামো তৈরির মত ব্যবসায়িক ক্ষেত্রগুলো।
অন্যদিকে মুকেশ আম্বানির আয়ের প্রধান উৎস আম্বানি পরিবারের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর অধিভুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রবিন্দু হলো শক্তি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল, গণমাধ্যম, এয়ারপোর্ট, টেক্সটাইল এবং টেলিযোগাযোগ।
শেষাংশ
মুকেশ আম্বানি ও গৌতম আদানি; দুই বিলিয়নেয়ারই নিজ নিজ ক্ষেত্রে সফল। আম্বানি খুচরো পণ্যজাত এবং টেলিকমের মতো ডাটা-চালিত ভোক্তা ব্যবসার দিকে ঝুঁকেছিলেন, যেখানে অবকাঠামো এবং ইউটিলিটিগুলোতে মনোনিবেশ করেছিলেন আদানি। অবশ্য এনার্জি নিয়ে ব্যবসা ক্ষেত্রতে তাদের দুজনেরই অবদান থাকছে। ৫৫ বছর বয়সী আদানি এখন অধৈর্য্য হয়ে তার সফল বন্দর কেন্দ্রিক গন্ডির বাইরে যেয়ে উপার্জনকে বৈচিত্র্যময় করতে ব্যস্ত। কিন্তু ৬৪ বছর বয়সী আম্বানি এখন তাঁর রাজ্যের উত্তরাধীকারদের দিকেই বেশি নজর দিচ্ছেন।
২ বছর আগে