সমন
জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
দেশের জাতীয় সঙ্গীত ‘অবমাননা’ মামলায় মুম্বাইয়ের একটি আদালত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সমন জারি করেছেন৷
বুধবার ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে।
আদালত বলেছে, মমতার বিরুদ্ধে ‘ জাতীয় সঙ্গীত অবমাননার’ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
বিচারক বলেন, যদিও অভিযুক্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তবুও তিনি তার সরকারি দায়িত্ব পালন করেননি (মুম্বাইতে অনুষ্ঠান চলাকালীন)। তাই, অভিযুক্তের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চালাতে কোনো বাধা নেই।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জী হাসপাতালে
ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভারত ভাগ্য বিধাতা’ গানের অংশ । ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১’-এর অধীনে দোষী সাব্যস্ত হলে, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
যদিও এ বিষয়ে মমতা বন্দোপাধ্যায় এখনও কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার সময় ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হলে মমতা ব্যানার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াননি বলে আদালতে অভিযোগ জানান বিজেপির এক নেতা।
আরও পড়ুন: ভারতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭, দগ্ধ ১৫
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
২ বছর আগে